শনিবার   ১২ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৭ ১৪৩১   ০৮ রবিউস সানি ১৪৪৬

আন্তঃ বিশ্ববিদ্যালয় আইডিয়া কনটেস্ট এর উদ্বোধন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব এর আয়োজনে ফান্ড এসএমই প্রেজেন্টস আন্তঃ বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

 

দেশের সরকারি, বেসরকারি মোট ৫৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ শতাধিক আইডিয়া নিয়ে এতে অংশ নেয়। দলগুলোর মধ্য থেকে প্রথম ১০দল নিয়ে সকাল ৯টা ৩০ মিনিটে অস্থায়ী ক্যারিয়ার ক্লাব মঞ্চে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ চৌধুরী, মোঃ খালিদ হাসান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর,মোঃ খালিদ হাসান,মোঃ নাসির উদ্দিন। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাব কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সালমান আল মামুন প্রমুখ।

চূড়ান্ত পর্বে বিজয়ী দল পাবে ১৫ হাজার টাকা ও রানার আপ পাবে ৫০০০টাকা এছাড়াও ক্রেস্ট,সনদ ও প্রফেশনাল অনলাইন কোর্স এর সুবিধা । এছাড়া বাকী ৮টি দল পাবে ক্রেস্ট,সনদ ও প্রফেশনাল অনলাইন কোর্স করার সুবিধা।