শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

মার্চে কয়েক দফা বৃষ্টি, সঙ্গে পড়বে গরম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

শীত শীত আমেজে বৃষ্টি থাকতে পারে টানা তিন দিন এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে আরো জানানো হয়েছে, মার্চে বৃষ্টিপাত আরো কয়েক দফা হতে পারে। এর সঙ্গে পড়বে গরম। বয়ে যাবে দাবদাহ। আর মাঝেমধ্যে কালবৈশাখী ও বজ্রসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

সোমবার সকালে আবহাওয়া অধিদফতর আরো জানায়, ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হবে। তবে বৃষ্টির মাত্রা মঙ্গলবার বাড়তে পারে।

‘গেল ফেব্রুয়ারিতে সারা দেশে গড় বৃষ্টিপাত হয়েছে ৬২ দশমিক ৭ শতাংশ, যা স্বাভাবিকের তুলনায় ১৬২ শতাংশ বেশি। মার্চ মাসে বৃষ্টিপাত হবে ৫২ শতাংশের বেশি। এটিকে স্বাভাবিক বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।’

 

কয়েক দিন ধরে আবহাওয়ার যে মতিগতি, এতে আবহাওয়াবিদদের ধারণা, মার্চে হয়তো বৃষ্টি বেশি হবে।

পূর্বাভাসে বলা হয়েছে, মার্চে কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রঝড় তো হবেই, এর সঙ্গে দাবদাহ বয়ে যাবে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে।

এসব এলাকায় তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে আবার এই অবস্থা হতে পারে মধ্য মার্চের পর।

আজ থেকে আগামী বুধবার পর্যন্ত টানা তিন দিন বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা তো কমবেই, রাতের বেলায়ও তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আর তাহলে তো একটু শীত শীত ভাব অনুভূত হতেই পারে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।