শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

৮৭ বছর পর জয়ে রিয়ালকে টপকালো বার্সেলোনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০০ পিএম, ৩ মার্চ ২০১৯ রোববার

বুধবারের কোপা ডেল রের এল ক্লাসিকোর পর গতকাল শনিবার রাতেও বার্নাব্যুতে জয়ের পতাকা উড়িয়েছে বার্সেলোনা। কাতালন জায়ান্টরা জিতেছে ইভান রাকিতিচের একমাত্র গোলে।

 

জয়টা ন্যূনতম ব্যবধানের হলেও বার্সেলোনার জন্য এই জয়ের মাহা্ত্ম্য অনেক। এক, কষ্টার্জিত এই জয়ে লিগ শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলল বার্সেলোনা। এর সঙ্গে একটা ঐতিহাসিক তৃপ্তিও যোগ হয়েছে বার্সেলোনা শিবিরে। এই জয়ের মধ্যদিয়ে দীর্ঘ ৮৭ বছর পর মর্যাদার ‘এল ক্লাসিকো’তে জয় সংখ্যায় রিয়াল মাদ্রিদকে টপকালো বার্সেলোনা!

মানে এল ক্লাসিকোতে এখন রিয়ালের চেয়ে বার্সেলোনার জয় সংখ্যা বেশি। দুই দলের মর্যাদার লড়াই রিয়াল সব মিলে ৯৫ ম্যাচে জিতেছে। কালকের এই জয়ে বার্সেলোনার জয় সংখ্যা হলো ৯৬টি। বুধবার কোপা ডেল রের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলের জয়ের মধ্যদিয়েই জয় তালিকায় রিয়ালকে ধরে ফেলেছিল বার্সা। কাল তো টপকেই গেল।

দুই দলের মর্যাদার দ্বৈরথের শুরুটা সেই ১৯১৬ সালে। কোপা ডেল রের ম্যাচ দিয়ে। তখন অবশ্য দেখা হতো কালেভাদ্রে। তবে ১৯২৯ সালে লিগ শুরু হওয়ার পর থেকে প্রতি বছরই অন্তত দু’বার করে একে অন্যের মুখোমুখি হয়েছে দুই দল।

 

তবে শুরু থেকে ১৯৩২ সাল পর্যন্ত জয়ে প্রতিদ্বন্দ্বী দলের ওপর টেক্কা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ওই বছর পর্যন্ত বেশি জয় ছিল রিয়ালেরই। তবে ১৯৩২ সালে জয়ে রিয়ালকে টপকে যায় বার্সেলোনা। পরের বছরই অবশ্য আবার নিজেদের সম্মান পুনরুদ্ধার করে রিয়াল। সেই থেকে বরাবরই জয় তালিকায় উপরে ছিল রিয়াল। ২০০৪ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসরা করেছে একচ্ছত্র রাজত্ব।

কিন্তু ২০০৪ সালের পর থেকেই পাল্টে যায় দৃশ্যপট। রিয়ালের ওপর উল্টো ছড়ি ঘোরাতে শুরু করে বার্সা। বার্সার সেই দাপট এখনো অব্যাহত। এই মৌসুমে তো ৪টি এল ক্লাসিকোর মধ্যে ৩টিতেই জয় পতাকা ওড়াল বার্সা। অন্য ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

বিশেষ করে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার দাপটটা এখন স্পষ্ট। ২০০৩ সাল পর্যন্ত বার্নাব্যুতে মোট ৭৪টি ম্যাচ খেলে মাত্র ১৩টিতে জয় পায় বার্সা। অথচ ২০০৪ সাল থেকে গত ১৫ বছরেই জিতেছে ১৮ ম্যাচে। সব মিলে কালকের জয়টা ছিল বার্নাব্যুতে বার্সেলোনার ৩১তম জয়। এর মধ্যে ১৩টি জয়ই গত এক দশকে! মাত্র ২৫ ম্যাচে। তবে বাকি সবগুলো ছাপিয়ে কালকের জয়টি নিশ্চয়ই বার্সেলোনার জন্য স্পেশাল। ইতিহাস রচনার জয় তো স্পেশাল হওয়ারই কথা।

সব মিলে দুই দল অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে ২৪২ বার। মানে দুই দলের অফিসিয়াল দ্বৈরথ ড্র’র মুখ দেখেছে ৫১ বার।