শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

‘রোনালদো নয়, এগিয়ে মেসি’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

ক্রিস্টিয়ানো রোনালদো না লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের দুই মহাতারকার মধ্যে কে এগিয়ে? প্রশ্নটা নতুন নয়। বিশ্বের প্রাক্তন তারকা ফুটবলাররা এ ব্যাপারে তাদের মতামত দিয়েছেন। এবার ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকার বলে দিলেন, তার কাছে এগিয়ে মেসিই।

 

ইংল্যান্ডের জার্সিতে ৮০ ম্যাচে ৪৮ গোল করা লিনেকার বলেন, ‘মেসি অতুলনীয়। ৩১ বছর বয়স হয়ে গেছে। তবুও দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ও। মেসি এম ভাবে ফুটবল খেলে আমরা ভাবতেও পারি না।’

তিনি আরও বলেন, আমি প্রচুর ফুটবল দেখি। মেসি আর রোনালদোর মধ্যে কে এগিয়ে তা নিয়েও আলোচনা কম নয়। তবে আমার কাছে দু’জনের মধ্যে কোনও তুলনাই হয় না। অনেকে টুকটাক ইংল্যান্ডের ফুটবল দেখেই মনে করে লা লিগায় খেলাটা পানিভাত। কিন্তু লা লিগার দলগুলো দেখুন কত প্রতিযোগিতায় জেতে। ঘরোয়া প্রতযোগিতা হোক বা ইউরোপে। তাই বলছি, মেসি সবার চেয়ে অনেক এগিয়ে। এটা পানির মতোই সহজ ব্যাপার।

পাশাপাশি রোনালদোকে নিয়েও নিজের মত জানিয়েছেন লিনেকার। বলেছেন, অনেকে আমার কাছে মেসির সঙ্গে তুলনায় রোনালদোর দুরন্ত গোল করার ক্ষমতা নিয়েও জানতে চায়। আমি তাদের বলি, আপনারা মেসির পাস দেখেছেন? গোলের দিকে এগিয়ে যেতে যেতে ড্রিবল দেখেছেন ওর? ফুটবলে মেসি যে আনন্দটা নিয়ে আসে সেটাই আমার সব চেয়ে ভাল লাগে। এমনকি মাঠের বাইরেও মেসিকে নিয়ে আগ্রহ কম নয়।

তিনি আরও যোগ করেন, মেসি কিন্তু এ সবের পাশাপাশি গোলটাও করে। আমার মনে হয় অনেকেই সেটা অনেক সময় ভুলে যায়! দুরন্ত টিমম্যান, দলের কথা ভাবে। যে কোনও দলেই হোক না কেন, মেসির মতো ফুটবলার থাকলে জয়ের সম্ভাবনা যে অনেকটাই বেড়ে যায়, তাতে কোনও সন্দেহ নেই।