শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

কেমিকেল পেলেই ‘৯৫৫৬০১৪’ কল করুন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১০ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ রোববার

পুরান ঢাকার সমস্ত কেমিকেল গোডাউন অপসারণে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, সর্বস্তরের নাগরিকদের প্রতি অনুরোধ যদি কেউ গোডাউনে কেমিকেল স্টোর করতে দেখেন বা কেমিকেল রাখতে দেখেন আপনারা আমাদের কন্ট্রোল রুম ‘৯৫৫৬০১৪’ নম্বরে কল করে জানান।

 

যে কেউ যদি তার বাড়ির আশপাশে পাড়া-মহলায় কেমিকেল রাখছে এমন দৃশ্য দেখেন তাহলে আমাদের কন্ট্রোল রুম, পুলিশ কন্ট্রোল রুম, কাউন্সিলর অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানে জানান। আমরা তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেব।

 

শনিবার পুরান ঢাকার ওয়াহেদ ম্যানশনের কেমিকেল অপসারণের মাধ্যমে উচ্ছেদ অভিযানের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। একই সঙ্গে ওই দিনের অগ্নিকাণ্ডের সূত্রপাতের ভিডিও ফুটেজ আছে বলেও জানান মেয়র। পরে মেয়র নিজেই ওই ভবনে মজুদ থাকা কেমিকেল সন্দেহে সকল পদার্থ অপসারণ করেন।