সংরক্ষিত আসনে জাপার চার এমপি চূড়ান্ত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সংরক্ষিত চার এমপি চূড়ান্ত করা হয়েছে। এরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, ফেনীর রাজনৈতিক কন্যা নাজমা অক্তার, মাসুদা এম রশিদ চৌধুরী ও সাবেক এমপি রওশন আরা মান্নান।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে আগারগাওয়ে একটি ভবনের সম্মেলন কক্ষে জাপার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি ফখরুল ইমাম, লিয়াকত হোসেন খোকা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইঁয়া, অ্যাডভোকেট সালমা ইসলাম ও এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী প্রমূখ।
বৈঠক শেষে চূড়ান্ত ৪ সংরক্ষিত এমপির নামের তালিকা জমা দিতে নির্বাচন কমিশনে যান পার্টির নেতারা।