শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

শিল্পকলায় ‘ক্রাচের কর্নেল’ রোববার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৬ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালার মূল হলে প্রদর্শিত হবে বটতলা নতুন নাটক ‘ক্রাচের কর্নেল’। রোববার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাটকের ৩৮তম প্রদর্শনী।

 

শাহাদুজ্জামানের উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। এটি বটতলার ৯ম প্রযোজনা। 

নাটকের গল্পে দেখা যাবে, একটি নাটকের দল এত-এত দুঃখ, কান্না, সাহসের গল্প থেকে বলতে শুরু করে এক কর্নেলের গল্প। এক বা একাধিক স্বপ্নবাজ, পাগল, মৃত্যুর নেশায় পাওয়া মানুষদের গল্প। একটি সময় ও দুঃসময়ের গল্প। একটি স্থানের ও কালের গল্প হয়েও যেটি কেবল একটি স্থানের ও কালের গল্পমাত্র নয়। লোকে বলবে ‘ঐতিহাসিক গল্প’ কিন্তু যারা জানে ইতিহাস মানুষের হাতে রচিত হয়- অনেক সময় কিছু মানুষের প্রয়োজনে, যে মানুষগুলো ক্ষমতাধর। তাদের কাছে ইতিহাস একটি জটিল বিষয় আর যেহেতু সময়ের বদলে ইতিহাসের ব্যাখ্যা বদল হয়! 

 

নাটকের দলটি তাই তাদের গল্প তাদের মতো করে বেছে নেয় আর তাদের মতো করে বুঝবার ও বোঝাবার চেষ্টা করে। কিন্তু, এই দলটি যেহেতু সমকালের অংশ তাই সেও সংকটমুক্ত নয়। তাদের সংকট তারা এখনো নায়ক খুঁজে পায়নি, নায়ক বুঝেও পায়নি- তারা আবার এমন এক দেশের গল্প বলে যে দেশটিও নায়ক খুঁজে পায়নি, বুঝে পায়নি। কিন্তু নায়ক কেন লাগবে? বোকার প্রশ্ন! নায়ক ছাড়া চলবে কেন?

নাটকের বিভিন্ন চরিত্রে রয়েছেন, ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া , ইভান রিয়াজ, মোঃ সাঈদ, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, বাকিরুল ইসলাম। 

নেপথ্যে উপন্যাস: শাহাদুজ্জামান, নাট্যরূপ: সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনা: মোহাম্মদ আলী হায়দার, সহকারী নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনা: ইমরান খান মুন্না, পোশাক পরিকল্পনা: হুমায়রা আক্তার, কোরিওগ্রাফি: সামিনা লুৎফা নিত্রা, আলোক পরিকল্পনা: খালিদ মাহমুদ সেজান, আলোক প্রক্ষেপন: সজিব, দ্রব্য সামগ্রী পরিকল্পনা: ম. সাঈদ, আবহ সঙ্গীত: পিন্টু ঘোষ, আবহ সঙ্গীত নিয়ন্ত্রণ: শেগুফতা আবিদ, পোস্টার ডিজাইন: জাহেদুল হক রনি, প্রযোজনা তত্ত্বাবধান: তৌফিক হাসান ভুঁইয়া, মঞ্চ ব্যবস্থাপক: মনজুরুল ইসলাম রনি, রূপসজ্জা: আব্দুল কাদের।