শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

টুঙ্গিপাড়াকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ সিটিতে রূপান্তর করা হবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়াকে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ সিটিতে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। শনিবার বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

 

জাতির জনকের সমাধি সৌধে ফুল দিয়ে গণপূর্তমন্ত্রী শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। পরে তিনি মাজার কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। গণপূর্তমন্ত্রী রেজাউল করিম বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চেয়েছিলেন কার কী দাবি আছে। সব শেষে তার (রেজাউল করিম) কাছে প্রধানমন্ত্রী জানতে চান কী দাবি।

গণপূর্তমন্ত্রী বলেন, তখন আমি বলি আমার একটি ছোট চাওয়া আছে। বিশ্বের দেশে দেশে জাতির জনকের নামে শহর আছে। যেমন- হো চি মিন সিটি, জর্জ ওয়াশিংটন সিটি। এমন ২০টি রাষ্ট্রের উদাহরণ দিয়ে বলি বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াকে আমি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ সিটিতে রূপান্তর করতে চাই। মন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া হল বাঙালি জাতির অস্তিত্ব, বাঙালির পুণ্যভূমি ও তীর্থস্থান।

পিরোজপুর থেকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে গণপূর্তমন্ত্রী রেজাউল করিম সকালে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এ সময় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, অ্যাডভোকেট চণ্ডিচরণ পাল, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী ও দফতর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদসহ জেলা ও নাজিরপুর উপজেলা যুবলীগ এবং ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

গণপূর্তমন্ত্রী রেজাউল করিম আরও বলেন, দলের সভানেত্রীর কোনো মামলা থেকে আমি কোনো দিন পিছ-পা হইনি। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সঙ্গে আমি মামলা লড়েছি। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই ষড়যন্ত্রের জাল প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে আমাকে ছিঁড়তে হয়েছিল।