শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

দেবীর সেঞ্চুরি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রোববার

এবার সেঞ্চুরি পার করল আলোচিত সিনেমা 'দেবী'। বলা হচ্ছে, অনম বিশ্বাস পরিচালিত 'দেবী' সিনেমাটি মুক্তির পর শততম দিন পার করেছে।

গেল বছরের ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তি পর এখন পর্যন্ত সগৌরবে পেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সপ্তাহের হিসেবে টানা ১৫তম সপ্তাহে চলছে ছবিটি।

শনিবার ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। নতুন শাখায় প্রদর্শনীর মধ্য দিয়ে ১০০তম দিন পূর্ণ করল ‘দেবী’।

জনপ্রিয় কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘দেবী’। সরকারি অনুদানের কোন চলচ্চিত্র এর আগে ব্যবসায়িকভাবে সফল হয়নি। আবার হ‌ুমায়ূন আহমেদের লেখা গল্প নির্মিত কোনো সিনেমাও বছরের ১ নম্বর ব্যবসাসফল ছবি হিসেবে স্বীকৃতি পায়নি। যেটা পেরেছে 'দেবী'।
 
প্রযোজনা প্রতিষ্ঠান সি তে সিনেমা থেকে জানানো হয়েছে, ১৫তম সপ্তাহে দেশের চারটি মাল্টিপ্লেক্সে (স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন) প্রতিদিন ‘দেবী’ ছবির ১১টি শো হচ্ছে। এছাড়াও দেশের বাইরেও সর্বাধিক ব্যবসাসফল ছবির রেকর্ড গড়েছে ‘দেবী’।

'দেবী' সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জনপ্রিয় নাট্যাভিনেত্রী শবনম ফারিয়ার। তাকে দেখা গেছে নীলু চরিত্রে। এ ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অনিমেষ আইচ ও ইরেশ যাকের।