বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

মেয়েরা কেন দামি পারফিউম কিনে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

নামি ব্র্যান্ডের সুগন্ধিমাত্রই ত্বকের জন্য ক্ষতিকর উপাদান এড়িয়ে যায়। যেহেতু কয়েক ফোঁটা সুগন্ধি গায়ে লেগে হয়ে যেতে পারে ভয়ঙ্কর কোনো চর্মরোগও, তাই সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে নামি ব্র্যান্ডের সুগন্ধি বেছে নেয়াই ভালো। এতে খরচ বেশি হলেও ত্বকের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে না

অনেকের কাছেই পোশাকের মতোই ড্রেসিং টেবিলে থরে থরে সাজানো থাকে বিভিন্ন ঘ্রাণের সুগন্ধি। কোনোটা খুব মিষ্টি তো কোনোটা প্রচণ্ড ঝাঁঝালো ঘ্রাণের। সুগন্ধি সংগ্রহে রাখার বাতিক রয়েছে যাদের, তাদের কাছে তো বটেই, যারা খানিকটা নাক উঁচু স্বভাবের, তাদের কাছেও রকমারি সুগন্ধির দেখা মেলে। কিন্তু আপনি যে স্বভাবেরই হন না কেন, সুগন্ধি কেনার আগে জেনে রাখুন একটি বিষয়, সেটি হচ্ছে সুগন্ধি কেনার সময় দাম, ব্র্যান্ড ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিন। অর্থাৎ সংখ্যায় কম হলেও ব্র্যান্ডেড পারফিউম ব্যবহার করাটাই উত্তম।

কিন্তু কেন প্রাধান্য দেবেন দামি ও নামি ব্র্যান্ডের সুগন্ধিকে, এমন প্রশ্ন মাথায় আসতেই পারে। নামি ব্র্যান্ডের সুগন্ধিমাত্রই ত্বকের জন্য ক্ষতিকর উপাদান এড়িয়ে যায়। যেহেতু কয়েক ফোঁটা সুগন্ধি গায়ে লেগেও হয়ে যেতে পারে ভয়ঙ্কর কোনো চর্মরোগও, তাই সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে নামি ব্র্যান্ডের সুগন্ধি বেছে নেয়াই ভালো। এতে খরচ বেশি হলেও ত্বকের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে না।

দীর্ঘক্ষণ সুঘ্রাণ বয়ে বেড়ানোর ক্ষেত্রেও নামিদামি ব্র্যান্ডের সুগন্ধির জুড়ি নেই। সুগন্ধি গায়ে মাখার কারণই হচ্ছে আপনার উপস্থিতি সবার মধ্যে ভিন্ন আলোড়ন তৈরি করবে। গায়ে মাখা ঘ্রাণই সবার মধ্যে ভালো লাগার জন্ম দেবে। সেদিক থেকে যদি এমন হয়, সুগন্ধি গায়ে মেখে উৎসবস্থলে পৌঁছানোর আগেই ঘ্রাণ উধাও, তাহলে তো উদ্দেশ্যই পূরণ হয় না। এদিক থেকে নামিদামি ব্র্যান্ডের সুগন্ধিগুলো সুঘ্রাণ ধরে রাখতে সক্ষম।

 

তীব্র ঘ্রাণ নাকে ঠেকলে কারোই ভালো বোধ হয় না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কম দামি সুগন্ধির বোতলে পুরে রাখা হয় তীব্র কোনো ঘ্রাণ, যা মূলত উপস্থিত সবার মধ্যে আপনাকে বিরক্তিকর হিসেবে উপস্থাপন করবে। বিপরীতভাবে দামি সুগন্ধিগুলো কিন্তু মিষ্টি ঘ্রাণ বিলিয়ে যায় সারাক্ষণ।