শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

গত বছর ৪০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়া হয়েছে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫১ এএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার

সিটির অভিবাসী সমস্যা সম্পর্কে মেয়র সম্মেলনে এডামস  

   
আজকাল রিপোর্ট
মেয়র এরিক এডামস বলেছেন, গত বছর, ২০২২ সালে ৪০ হাজার কাগজপত্রহীন ইমিগ্রান্টকে নিউইয়র্ক সিটিতে আশ্রয় দেয়া হয়েছে। এ শহরে তাদের জন্য আর কোন জায়গা নেই। গত বছর ৪ মাসেই সিটি তাদের জন্য খরচ করেছে ৩৬৬ মিলিয়ন ডলার। ২০২৩ সালে এ বাবদ খরচের পরিমান দাঁড়াবে  ২ বিলিয়ন ডলারের ওপর। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইউএস মেয়র’স কনফারেন্সে এ কথা জানিয়ে মেয়র এরিক এডামস  সিটিতে আগত ইমিগ্রান্টদের সহায়তার জন্য হোয়াইট হাউজ ও প্রেসিডেন্ট জো বাইডেনকে এগিয়ে আসার আহবান জানান।  
মেয়র এডামস সিটির ইমিগ্রান্ট সমস্যা নিয়ে স্টেট থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ তুলেছেন। ক্ষোভ তার গভর্ণর ক্যাথি হোকুলের ওপর।  তিনি সিটিতে অবস্থানরত ৪০ হাজার ইমিগ্রান্টদের একটি অংশ আপস্টেট নিউইয়র্কে স্থানান্তরের জন্য আহবান জানিয়েছেন। নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর ক্রিস্টিন জিলিব্রান্ড মেয়র এডামসের এ প্রস্তাবে সায় দিয়েছেন। এ ব্যাপারে তিনি গভর্ণর ক্যাথি হোকুলের সাথে কথাও বলেছেন। তবে গভর্ণরের কাছ থেকে তখনও পর্যন্ত কোন সাড়া পাওয়া যায়নি।
এদিকে নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর ও সিনেট মেজোরিটি লিডার চাক শ্যুমার এবং  ব্রুকলিন থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ও কংগ্রেসের মাইনরিটি লিডার হাকিম জেফরিসকে সিটির এই সংকট মুহূর্তে আরও সক্রিয় হবার জন্য সিটি নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।
ইমিগ্রান্টদের জন্য অতিরিক্ত অর্থ না পেলে নিউইয়র্ক সিটি চরম সংকটে নিপতিত হবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন। সিটিকে পড়তে হবে বাজেট ঘাটতিতে। ৪০ হাজার মানুষের থাকা-খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করতে ফেডারেল সরকারের কাছে  ২ বিলিয়ন ডলারের অনুদান চেয়েছে নিউইয়র্ক সিটি।