শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

রোববার বিশ্বকাপের ফাইনাল

আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৫৫ এএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার



আজকাল ডেস্কআগামী রোববার অনুষ্ঠিত হচ্ছে কাতার বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা। সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে ফ্রান্স। নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলার লড়াইয়ে ১৮ ডিসেম্বও রোববার বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনার। সেখানে দেখা যাবে মেসি ও এমবাপ্পের লড়াই।  
মেসি– ও এমবাপ্পে দুজনেই পিএসজিতে সতীর্থ। তবে রোববার বিশ্বকাপের ফাইনালে দুজনেই তা ভুলে যাবেন। নিজ নিজ দেশের হয়ে নিজেদের সেরাটা ঢেলে দেবেন দুই তারকা।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। আর কাতার বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই গোল্ডেন বুট জয়ের দিকে পা দিয়ে রেখেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোলের সংখ্যা ৫।
এটিই চলতি বিশ্বকাপে কোনো ফুটবলারের করা সর্বোচ্চ গোল, তবে এ দাবিদার এককভাবে মেসি নন। ফরাসি তারকা এমবাপ্পেও গোল্ডেন বুটের আরেক দাবিদার। এখন পর্যন্ত তার গোলসংখ্যাও পাঁচ। ফাইনালে তার লড়াইটা হবে শিরোপা জয়ের পাশাপাশি মেসির কাছ থেকে গোল্ডেন বুট কেড়ে নেওয়ারও লড়াই।
এদিকে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে আগামী রোববারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক। ৪১ বছর বয়সী মার্চিনিয়াক এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই পোলিশ। ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তাঁর স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ।