ট্রাম্পের কণ্ঠও নিষিদ্ধ করলো ফেসবুক
সহিংসতায় উসকানির দায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই নিষিদ্ধ করেছিল ফেসবুক। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে পোস্ট করা কনটেন্টও সরিয়ে ফেলবে তারা। যেসব অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের এ ধরনের কনটেন্ট শেয়ার করা হবে সেসব অ্যাকাউন্টের ক্ষেত্রেও বাড়তি বিধিনিষেধ আরোপ করা হবে।
শনিবার, ৩ এপ্রিল ২০২১, ০২:২৭
বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা
মাইক্রোসফট সার্ভারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ ২শ’র মতো প্রতিষ্ঠানে সাইবার হামলা করেছে হাফনাম হ্যাকারস গ্রুপ। সাইবার হামলা তদন্তে গঠিত সরকারি সংস্থা বিডি সার্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন বলছে, এ হামলায় অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে। হামলার বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দপ্তরগুলোকে চিঠি দিয়েছে কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বিডি সার্ট।
শুক্রবার, ২ এপ্রিল ২০২১, ০১:৪৮
ফেসবুক বাংলাদেশে খুব দ্রুত সচল হবে: ফেসবুক কর্তৃপক্ষ
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ন্ত্রিত রয়েছে। বিষয়টি স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশে তাদের সেবা নিয়ন্ত্রিত থাকার বিষয়টি জানে।
সোমবার, ২৯ মার্চ ২০২১, ০২:৩৩
যে অ্যাপ থাকলে হ্যাক হবে ফেসবুক আইডি!
‘ক্লাবহাউজ’ নামের একটি অ্যাপ বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এখন পর্যন্ত এই অডিও অ্যাপটি ডাউনলোড করা হয়েছে ১ কোটি ৩০ লাখেরও বেশিবার। অ্যাপটির জনপ্রিয়তার সুযোগ নিয়ে ‘ক্লাবহাউজ’ নামেরই নকল একটি অ্যাপ ব্যবহারকারীদের ঝুঁকিতে ফেলছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, নকল একটি ক্লাবহাউজ অ্যাপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এটি দেখতে পুরোপুরি আসল ক্লাবহাউজ অ্যাপের মতো। নকল এই অ্যাপের মাধ্যমে ক্ষতিকর ম্যালওয়ারের শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। বিশেষ করে অ্যান্ড্রয়েড গ্রাহকরা বেশি ঝুঁকিতে রয়েছেন।
মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১, ০৩:৩৬
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের সার্ভারে ত্রুটি
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে বা কল করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকেই। সমস্যা দেখা দিয়েছে ইনস্টগ্রামেও। এ সমস্যা বিশ্বজুড়ে। সার্ভারে ত্রুটির জন্য এমনটা হচ্ছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
বড় ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ‘ডাউনডিটেক্টর’ নামে একটি ওয়েবসাইট। তারা জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধার অভিযোগ দিচ্ছেন।
শনিবার, ২০ মার্চ ২০২১, ০৩:২৩
পাকিস্তানেও বন্ধ হচ্ছে টিকটক!
এবার পাকিস্তানেও বন্ধ করে দেওয়া হতে পারে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক। বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালত সরকারকে টিকটক বন্ধ করতে নির্দেশনা দেন।
জানা গেছে, অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা করেছিলেন পাকিস্তানের এক ব্যক্তি। ওই মামলার প্রেক্ষিতেই পেশোয়ার হাইকোর্ট চীনা অ্যাপটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন।
পেশোয়ারের আদালত বলেছেন, টিকটক থেকে অশালীন কনটেন্ট ছড়ানোর বিষয়ে ব্যক্তিগত অভিযোগ পাওয়া গেছে। তাই সরকারকে টিকটক বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের প্রধানসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, পাকিস্তান সরকার ইতোমধ্যে টিকটককে তাদের প্ল্যাটফর্ম থেকে সবধরনের বেআইনি কন্টেন্ট সরিয়ে ফেলতে বলেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
এসময় পাকিস্তানের প্রধান বিচারপতি কায়সার রশিদ খান বলেন, টিকটক দেশটির সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী অশ্লীলতা ছড়াচ্ছে। যতক্ষণ না তারা আপত্তিকর কন্টেন্ট সরায়, ততক্ষণ অ্যাপটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত অক্টোবরেও একই অভিযোগে টিকটক নিষিদ্ধ করেছিল পাকিস্তান। তবে মাত্র ১০ দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
সূত্র: রয়টার্স
শুক্রবার, ১২ মার্চ ২০২১, ০৩:২৭
বাগে আসছে না ফেসবুক গুগল
ফেসবুক, গুগলসহ ইন্টারনেটভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে বাগে আনতে পারছে না সরকার। স্থানীয় কার্যালয় না থাকায় দেশের প্রচলিত আইনে তাদের কাছ থেকে কোনো ধরনের ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য রাজস্ব আদায় করা যাচ্ছে না। উল্টো হুন্ডিসহ আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপাচার অব্যাহত রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এতে একদিকে স্থানীয় গণমাধ্যমগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারও হারাচ্ছে বড় অঙ্কের রাজস্ব।
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪২
মঙ্গল জয়ের স্বপ্নে বিভোর অ্যালিসা কারসন
১৯ ফেব্রুয়ারি মঙ্গলে অবতরণ করল রোভার পারসেভারেন্স। এখনো মনুষ্য বিহীন। কিন্তু যাবে তো! আর সেই যাত্রার স্বপ্নে বিভোর যে মেয়েটি এখন পর্যন্ত নির্বাচিত হয়ে আছে তার নাম অ্যালিসা কারসন। মাত্র ১৯ বছর বয়েসি স্বপ্নবাজ এই কিশোরী মঙ্গল গ্রহে পা রাখতে যাচ্ছে ২০৩৩ সালে! খবরটি বেশ পুরোনোই, তবে কিছু সংবাদ কখনো পুরোনো হয় না। কারসনের সংবাদটিও তাই।
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২১
যেভাবে কাজ করবে গুগল মিট-এর নতুন ফিচার
গুগল মিট-এ গত বছর কাস্টম ব্যাকগ্রাউন্ড ফিচার এসেছিল। এবার আরও একটি নতুন ফিচার এলো গুগল মিট। এক্ষেত্রে কোনো গুগল মিট ভিডিও কলে জয়েন করার আগে ভিডিও-অডিও কোয়ালিটি চেক করে নিতে পারবেন ব্যবহারকারীরা। যান্ত্রিক কোনো ত্রুটি থাকলে, তার দ্রুত সমাধান করা যাবে। সংস্থার বার্তা, গ্রিন রুম নামে গুগল মিট-এর এই নতুন ফিচার কলের আগে সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম।
সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৭
আপডেট করুন ক্রোম ব্রাউজার, এড়িয়ে না যেতে পরামর্শ গুগলের
ইন্টারনেট ব্রাউজিংয়ের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ক্রোম। জনপ্রিয় এ ব্রাউজারটি তাদের সেবা হালনাগাদ করছে। ফলে ক্রোম ব্রাউজার হালনাগাদের জন্য কোনো নোটিফিকেশন পেলে এড়িয়ে না যেতে পরামর্শ দিচ্ছে গুগল। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, ক্রোমের নতুন সংস্করণের সঙ্গে গুরুত্বপূর্ণ নিরাপত্তা হালনাগাদ সরবরাহ করা হয়েছে। ম্যাক, উইন্ডোজ এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য হালনাগাদটি ৮৮.০.৪৩২৪.১৫০ নম্বর সংস্করণের সঙ্গে পাওয়া যাবে।
রোববার, ৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৫
ই-কমার্স নিয়ে বাড়ছে অভিযোগ, নিজেদের মধ্যে মীমাংসাও বেশি
রায়হান মজিদ গত ৮ অক্টোবর একটি অনলাইন শপ থেকে ৩০ শতাংশ ক্যাশব্যাক অফারে একটি মোটরসাইকেল অর্ডার করেন। ১৫ কর্মদিবসের মধ্যে পণ্য সরবরাহের শর্ত থাকলেও তারা তা দেয়নি। ১৭ নভেম্বর রায়হান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। কিন্তু ২৮ নভেম্বর পণ্য পেয়ে যাওয়ায় তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন।
মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ০৭:৩৭
করোনা বছরে বাংলাদেশিদের ইমোর ব্যবহারে রেকর্ড
প্রাণঘাতী করোনাভাইরাসে মহামারির আক্রমণে বাংলাদেশসহ পুরো পৃথিবী এক নতুন বাস্তবতার সম্মুখীন। যার ফলে মানুষের জীবন, কাজ এবং যোগাযোগ ব্যবস্থা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে। ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো এই কঠিন সময়ে মানুষের মাঝে অনলাইনে যোগাযোগ, তথ্যের সহজলভ্যতা, বিনোদনসহ নানা ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সোমবার, ১১ জানুয়ারি ২০২১, ০২:১১
ডেটা শেয়ার না করলে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে এখন থেকে ব্যবহারকারীদের তাদের তথ্য ফেসবুকের সঙ্গে শেয়ারে রাজি হতে হবে। সম্প্রতি পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের তথ্য নেয়া ও বিনিময়ের সম্মতি চেয়েছে হোয়াটসঅ্যাপ। তাদের ভাষ্য হলো, কেউ যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চায়, তাহলে তাকে এ শর্তে সম্মতি দিয়েই সেবা চলমান রাখতে হবে। না হয় গ্রাহকের অ্যাকাউন্ট মুছে দেয়া হবে। হঠাৎ করেই প্রাইভেসি পলিসি পরিবর্তনের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে নতুন নীতি গ্রহণ না করলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে।
রোববার, ১০ জানুয়ারি ২০২১, ০২:১৩
প্রেমিকার চোখের ভেতর অন্য পুরুষের ছবি
প্রেমিক-প্রেমিকার মধ্যকার মধুর সম্পর্ক ভেঙে গেল প্রেমিকার চোখের কারণে! এমন অভিনব ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের এক যুগলের জীবনে। কিন্তু সম্পর্ক ভাঙার জন্য প্রেমিকার চোখ কিভাবে দায়ী? ঘটনা হলো, ওই ব্যক্তির গার্লফ্রেন্ড আরেকজনের সঙ্গে ডেটিং অ্যাপে ব্যস্ত থাকার সময় চোখের মনির প্রতিবিম্বে বিষয়টি ধরা পড়েছে।
সোমবার, ৪ জানুয়ারি ২০২১, ০৫:৩৩
পুরনো ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সেবা পুরনো বেশকিছু ফোনে বন্ধ হতে চলেছে। আগামী বছর থেকে বেশকিছু আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ। অপারেটিং সিস্টেম আইওএস ৯ ও অ্যান্ড্রয়েড ৪.০.৩-এর আগের ভার্সনচালিত ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ।
সোমবার, ২১ ডিসেম্বর ২০২০, ০৬:২৫
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার জিতলো ফিফোটেক
করোনা মহামারি পরিস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের মাধ্যমে জাতীয় পর্যায়ে বেসরকারি ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০’ অর্জন করেছে তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম সেরা প্রতিষ্ঠান ফিফোটেক।
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০, ০৪:১৫
ই-কমার্স নীতিমালা: ১০ দিনে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা
অর্ডার সম্পন্ন হওয়ার পরে এলাকাভেদে ৭ থেকে ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা দিতে হবে ই- কমার্স কোম্পানিকে। এটি করতে ব্যর্থ হলে ই- কমার্স কোম্পানিকে জরিমানার পাশাপাশি গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। এমনকি তারা পণ্য সরবরাহ জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হবে।
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০, ০৪:৩৭
ফেসবুক সব জেনে যাচ্ছে কিন্তু!
ফেসবুক মেসেঞ্জারে বন্ধুর সঙ্গে খাবার-দাবার নিয়ে আলাপ করলেন। একটু পর নিউজ ফিডে মিক্সড বাদামের বিজ্ঞাপন। তারপর স্ক্রল করতেই একের পর এক ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলোর লোভনীয় সব অফার। প্রযুক্তি আপনাকে নিজের মতো করে চিন্তা করার সময়ও দেবে না যেন। আপনাকে তারা আপনার চেয়েও বেশি চেনে!
রোববার, ৬ ডিসেম্বর ২০২০, ০৪:২৪
বাক্কো সদস্যদের জন্য মিট দ্য মেম্বারস অনুষ্ঠিত
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে “মিট দ্য মেম্বারস ২০২০” অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মাধ্যমে সব বাক্কো সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। বাক্কো কার্যনির্বাহী কমিটি এ সময় সদস্যদের জন্য বাক্কোর নেয়া বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বুধবার, ২ ডিসেম্বর ২০২০, ১০:৩৬
ব্যাংকে আবারও সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে সতর্কতা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে অনলাইন লেনদেনব্যবস্থা ও এটিএম বুথে নজরদারি বাড়িয়েছে ব্যাংকগুলো। কোনো কোনো ব্যাংক রাতে এটিএম বুথ বন্ধ রাখা শুরু করেছে।
রোববার, ২২ নভেম্বর ২০২০, ০৩:১৩
হোয়াটসঅ্যাপের মেসেজ মুছবে স্বয়ংক্রিয়ভাবে
স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ। ইতিমধ্যে এমন মেসেজ পাঠানোর সুবিধার কথা ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে নতুন ফিচার যুক্ত হচ্ছে।
ফিচারটি এলে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে মেসেজ।
সোমবার, ৯ নভেম্বর ২০২০, ০৬:২০
বাংলা-হিন্দি ভাষায় ফিফোটেক’র কলসেন্টার সেবা
গ্লোবাল বিপিও অ্যালায়েন্স (জিবিএ) এর গ্লোবাল বিপিও কল সেন্টার অ্যালায়েন্স হচ্ছে বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ কলসেন্টার জোট । জিবিএ এশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিপিও খাতে কাজ করছে। জিবিএর সাথে কাজ করতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ফিফোটেক। এরই মাধ্যমে বিপিও খাতে নতুন মাইলফলকে পদার্পণ করলো বাংলাদেশ।
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০, ১৮:৩৮
ট্রেম্প ভাইয়ের হ্যালো নিন, হাত্তি মার্কায় ভোট দিন
যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এবার সবচেয়ে বেশি জল্পনা চলছে বিশ্বজুড়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প আর ক্ষমতায় আসতে পারবেন না, এমন একটি ধারণা যেমন ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি আলোচনায় এসেছে ট্রাম্পই আবার ক্ষমতায় আসছেন। নির্বাচনের অধিকাংশ সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র ছাপিয়ে দেশে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
বুধবার, ৪ নভেম্বর ২০২০, ০৪:২২
নাসা নভোযানের দরজা আটকে গেছে : নমুনা ছিটকে পড়ছে মহাকাশে
নাসা পৃথিবী থেকে কয়েক কোটি কোটি কিলোমিটার দূরের এক গ্রহাণু থেকে পাথরের খণ্ড সংগ্রহ করার জন্য একটি মহাকাশযান পাঠিয়েছিল। কিন্তু মহাকাশযানটি এত বেশি পাথরের নমুনা সংগ্রহ করে ফেলেছে যে তা এখন যান থেকে উপছে পড়ে মহাকাশে ছড়িয়ে যাচ্ছে। সৌরমণ্ডল কীভাবে গঠিত হয়েছিল তার রহস্য জানার জন্য এই গ্রহাণু থেকে সংগ্রহ করা নমুনাগুলো খুবই গুরুত্বপূর্ণ।
রোববার, ২৫ অক্টোবর ২০২০, ০৩:০৪
আজ চার্জার নেই বলে...
টেক জায়ান্ট অ্যাপল নতুন সিরিজের আইফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। কিন্তু সেই আইফোন-১২ কিনলে পাওয়া যাবে না কোনো চার্জার, শুধু ফোনই মিলবে। এ নিয়ে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু করেছে টীকা-টিপ্পনী। আজ ফোনের সঙ্গে চার্জার নেই বলে অ্যাপলকে এসব প্রচারণা সহ্যও করতে হচ্ছে।
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ০৬:০৩
ফায়ার পাওয়ারসহ পেলোড মোড ২.০ নিয়ে আসছে পাবজি মোবাইল
দীর্ঘ প্রতীক্ষার পর পেলোড মোড ২.০ নিয়ে আসার মাধ্যমে আরও বাস্তবধর্মী করেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল । প্লেয়াররা এখন থেকে অ্যাপ স্টোর ও গুগল প্লে এর মাধ্যমে গেমটি বিনামূল্যে আপডেট করতে পারবে। নতুন এই আপডেট গেমপ্লেতে গেমারারা নতুন সশস্ত্র যানবাহন, সুপার ওয়েপেন ক্রেটসহ আরও অনেক নতুন কিছুর অভিজ্ঞতা পাবে।
সোমবার, ১২ অক্টোবর ২০২০, ০৪:৪৭
সর্বনাশা অ্যাপে বিপথগামী তারুণ্য
‘বিগো লাইভ’, ‘টিকটক’, ‘লাইকি’ নামক সর্বনাশা সব মোবাইল ফোন অ্যাপ ব্যবহার তরুণ প্রজন্মকে করছে বিপথগামী। এসব অ্যাপ ব্যবহারে নষ্ট হয়ে যাচ্ছে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। তরুণরা কিশোর গ্যাংয়ে জড়িয়ে অপরাধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে, হয়ে উঠছে সহিংস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব অ্যাপ ব্যবহারকারীদের নজরদারি করা হলেও সরাসরি ফৌজদারি অপরাধ না হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
রোববার, ৪ অক্টোবর ২০২০, ০৭:৫৪
অবশেষে যুক্তরাষ্ট্রে টিকটক-উইচ্যাট নিষিদ্ধ করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবং ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত আগস্টেই এসংক্রান্ত একটি নির্দেশনায় স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, রবিবার থেকে টিকটক এবং উইচ্যাট নিষিদ্ধের এ ঘোষণা কার্যকর হবে। ঘোষিত এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে টিকটক ও এর মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স।
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৫
ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হলেন সাবহানাজ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা নিয়োগ পেয়েছেন সাবহানাজ রশিদ দিয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের আঞ্চলিক সদরদফতর সিঙ্গাপুরের সঙ্গে ডিজিটাল বৈঠকে এ তথ্য জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। টেলিযোগাযোগ বিভাগ থেকে জানা গেছে, বাংলাদেশে ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সাবহানাজ রশিদ দিয়া।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৩
হোয়াটসঅ্যাপেও করা যাবে কল রেকর্ডিং
ফেসবুক মালিকানাধীন জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনেকেই ফোনে কথা বলেন। ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে অনেক সময় হোয়াটসঅ্যাপে কল রেকর্ডের প্রয়োজন পড়ে কিন্তু প্রচলিত অ্যাপগুলো দিয়ে ইন্টারনেটের কল রেকর্ড করা যায় না!
অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের কল কীভাবে রেকর্ড করা যায় তার বিস্তারিত থাকছে ইত্তেফাক পাঠকদের জন্য।
কাজটি করতে প্রথমে https://bit.ly/3ldZm0D থেকে কিউব কল রেকর্ডার অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।
বুধবার, ২৬ আগস্ট ২০২০, ০৬:৪৬
- টুইটারের নতুন ফিচার ‘ফ্লিটস’
- শাওমির নতুন স্মার্টফোন পোকো এফ-২ বাজারে আসবে আজ
- ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হলেন সাবহানাজ
- সর্বনাশা অ্যাপে বিপথগামী তারুণ্য
- নিজ আয়ে চলা শুরু করলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি
- বাংলাদেশ ব্যাংকসহ ২০০ প্রতিষ্ঠানে সাইবার হামলা
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের ইফতার
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের নতুন কমিটি
- যে কারণে হঠাৎ ৭০০ কোটি ডলার ক্ষতি জাকারবার্গের