বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩   চৈত্র ৮ ১৪২৯   ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
২৭৩

দুইশ’র বেশি জনগুরুত্বপূর্ণ অ্যাপস তৈরি করবে আইসিটি বিভাগ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্পের আওতায় জনস্বার্থ ও ভবিষ্যত গুরুত্ব বিবেচনায় সরকারি-বেসরকারি দপ্তরের দুই শতাধিক অ্যাপস তৈরি করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত ২৬ নভেম্বর আইসিটি ডিভিশনের প্রোগ্রাম শাখার সিনিয়র সহকারী প্রধান দেবোত্তম সান্যাল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

এ কার্যক্রমের প্রধান উদ্দেশ্যে থাকবে মানুষের হাতে আইসিটি উপকরণ সহজলভ্য করা এবং সরকারি সেবা দ্রুততম সময়ে স্বল্প খরচে ও কম ভিজিটে প্রাপ্তি নিশ্চিত করা। প্রতিটি অ্যাপস তৈরিতে ৫ থেকে ৭ লাখ টাকা বরাদ্দ রয়েছে। অ্যাপসের গুরুত্ব ও প্রয়োজনীয়তার নিরিখে প্রস্তাবিত বরাদ্দ কম বেশি হতে পারে বলেও প্রকল্প থেকে বলা হয়েছে।

এর জন্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা বিভাগীয় কার্যালয়, জেলা পর্যায়ের দপ্তর, উপজেলা পর্যায়ের দপ্তর, স্বায়ত্বশাসিত সংস্থাসহ যেকোনও দপ্তরের জনসেবা, জনস্বার্থ ও সেবা সহজীকরণ বিষয়ক অ্যাপসের অধিকতর সেবা প্রদানের সুযোগ থাকলে তা এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

বর্ণিত অবস্থায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অ্যাপসের নাম ও আইডিয়া ও ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্য প্রস্তাব আকারে প্রকল্প পরিচালক বরাবর আবেদন করতে অথবা pd.sdmga@gmail.com এ পাঠাতে বলা হয়েছে।

 

প্রসঙ্গত, মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক উপ-সচিব মোহাম্মদ আবদুল হাই পিএএ। এ প্রকল্পের মাধ্যমে চাঁদপুরসহ সারাদেশে বিপুল সংখ্যক তরুণকে অ্যান্ড্রয়েড অ্যাপস ওপরে প্রশিক্ষণ চলমান রয়েছে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর