বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩   চৈত্র ৮ ১৪২৯   ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৭৪

যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি

প্রেস কাউন্সিলে তাকসিমের মামলা দায়ের

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  


আজকাল ডেস্ক
নিউইয়র্কে ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের ১৪ টি বাড়ি সংক্রান্ত খবরকে অসত্য ও বানোয়াট অভিহিত করে দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকসিম এ খানের পক্ষে মামলাটি দায়ের করেছেন তার আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসার উপপ্রধান তথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক একথা জানিয়েছেন।  
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জানুয়ারি একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে প্রকাশিত আপত্তিজনক, অসত্য, কাল্পনিক ও বানোয়াট  সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ এর ১২ ধারার আলোকে বিচার প্রার্থনা করে এ মামলা দায়ের করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৫ জানুয়ারি সংশ্লিষ্ট পত্রিকার প্রতিবেদক, পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে ব্যারিস্টার এ এম মাসুম স্বাক্ষরিত একটি লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়। এতদ্ববিষয়ে ঢাকা ওয়াসা থেকে আলোচ্য পত্রিকায় একটি প্রতিবাদলিপি গত ৯ জানুযারি তারিখেই প্রেরণ করা হয়েছিল, যা পত্রিকাটি প্রকাশ করেনি। ইস্যুকৃত এ লিগ্যাল নোটিশে সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদককে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে প্রতিবেদনের সত্যতার প্রমাণাদিসহ এর তথ্যসূত্র উল্লেখ করে জবাব দিতে বলা হয়। অন্যথায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়। যেহেতু পত্রিকাটির পক্ষ থেকে নোটিশের বিপরীতে কোনো জবাব আসেনি, তাই প্রেস কাউন্সিলে আলোচ্য মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর