খুচরায় এখনো বাড়তি দাম, ভোক্তা অধিকার বলছে ‘সিন্ডিকেট’
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২

চিনি নিয়ে নয়-ছয়
কাটছে না চিনির বাজারের অস্থিরতা। ডলার সংকটসহ নানান কারণ সামনে টেনে গত সপ্তাহে চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়ে নিয়েছেন মিল মালিকরা। এক কেজি প্যাকেট চিনি সেই অনুযায়ী বিক্রি হওয়ার কথা ১০৮ টাকা। কিন্তু পাইকার ও খুচরা বিক্রেতা এখনো সংকটের অজুহাতে বিক্রি করছেন বাড়তি দামে। তাদের দাবি, মিল থেকে চিনির সরবরাহ নেই। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে অনেকটা নীরব। খুচরা বিক্রেতারাও ক্রয়মূল্যের অধিক দামে পণ্য বিক্রি করে যাচ্ছে। ভোক্তা অধিকার বলছে, চিনি এখনো আটকে আছে সিন্ডিকেটে। বাজার তদারকি করে অবৈধ মজুতও পেয়েছেন তারা।
এ অবস্থায় প্রায় নীরব বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে কিছু বাজার তদারকি করলেও মিল মালিকদের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান জাগো নিউজকে বলেন, ১৭ নভেম্বর একসঙ্গে তারা চিনি ও তেলের দাম বাড়িয়ে নিলো। এরপর বাজারে তেলের সরবরাহ রাতারাতি স্বাভাবিক হয়েছে। কিন্তু এখন চিনি দিচ্ছে না। যদিও তারা (মিল মালিকরা) বলছে, প্রতিদিন আগের মতো চিনি মিলগেট থেকে দেওয়া হচ্ছে। তাহলে সেটা যাচ্ছে কোথায়।
‘শেষ দু’দফা দাম বাড়ানোর আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সরবরাহ স্বাভাবিক করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও তারা সেটা বলেছে। কিন্তু এখন চিনি নিয়ে সিন্ডিকেট করছে। সেজন্য আমরা বাজারে নেমেছি।’
ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হওয়াসহ বিভিন্ন কারণ দেখিয়ে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে তেল ও চিনির দাম বাড়ানোর প্রস্তাব দেন পরিশোধনকারীরা। সেখানে চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়ে ১০৮ টাকা (প্যাকেট) করার ঘোষণা দেন তারা। বাজারে বাড়তি দামের চিনি বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।
যদিও বেশ কিছুদিন ধরেই মিল থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে তেল ও চিনির সংকট দেখা দিয়েছিল। এখন দাম বাড়ার পরে তেলের সংকট কিছুটা কেটেছে। তবে চিনি এখনো মিলছে না। আর সেই সুযোগে খুচরা দোকানগুলোতে আগের নির্ধারিত দরের চেয়ে বাড়তি দামে পণ্যটি বিক্রি করছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা যায়, ফ্রেশ ব্র্যান্ডের চিনির এক কেজির প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা হয়েছে ১০৮ টাকা। তারপরেও সেই চিনি ১২০ টাকা দর হাঁকছেন খুচরা বিক্রেতা। অনেকে এখনো দাম লেখা চিনি কেটে খোলা হিসেবে ওই দামে বিক্রি করছেন।
নতুন দর ঘোষণা করে নতুন দামের চিনি সরবরাহ করছেন মিল মালিকরা। ব্যবসায়ীদের অভিযোগ, সরবরাহ সংকটও ধরে রেখেছেন তারা! দুয়ে মিলে ক্রেতারা ন্যায্যমূল্য দূরের কথা, বাধ্য হয়ে কেজিপ্রতি ১২ টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনছেন নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।
কুমিল্লা স্টোরের বিক্রেতা সুমন বলেন, চিনি দেয় না কোম্পানিগুলো। সামান্য কিছুটা পেয়েছি। কিন্তু সেটা বাড়তি দামে কেনা হয়েছে। প্যাকেটের গায়ের দামে আমাদের দিয়েছে। সেজন্য বেশি দামে বিক্রি করছি।
এদিকে পাইকারি ব্যবসায়ীরাও চিনির এ সংকটের কারণ হিসেবে চিনি পরিশোধনকারীদের দুষছেন। কারওয়ান বাজারে পাইকারি চিনি বিক্রেতা সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কাশেম জাগো নিউজকে বলেন, এসও (সাপ্লাই অর্ডার) দিয়েও মিল চিনি দিচ্ছে না। এক গাড়ি পেলেও ১০-১৫ দিন যাচ্ছে মিলগেটে। মিল মালিকরা সরবরাহ ঠিকমতো দিচ্ছেন না বলেই পাইকারি বাজারে দাম বেড়েছে।
তবে চিনির মূল্যবৃদ্ধির বিষয়ে অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি। নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা দাবি করেন, আগের মতোই প্রতিদিন সরবরাহ দেওয়া হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা চিনি মজুত রাখছেন।
এ কর্মকর্তার কথার সূত্র ধরে প্রশ্ন করা হলে পাইকারি পণ্যের আড়ত পুরান ঢাকার মৌলভীবাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, বাজারে চিনির সরবরাহ নেই, মজুতের প্রশ্ন আসছে কীভাবে। আমাদের হাতে যতটুকু এসও আছে সেটাও দিচ্ছে না। দিলেও প্রতিটি গাড়ি অন্তত ১০ দিন বসিয়ে রেখে চিনি দিচ্ছে। সেজন্য আমাদের লোকসান হচ্ছে। বসে বসে প্রতিটি গাড়িতে দিনে তিন হাজার টাকা করে লোকসান।
এ ব্যবসায়ী আরও বলেন, গুটিকয়েক চিনি পরিশোধনকারী কোম্পানি সারাদেশকে জিম্মি করে সিন্ডিকেট করছে।
ওই বাজারের চিনি ব্যবসায়ী নন্দী বলেন, চিনির দাম বাড়ানো হলেও খুচরা বিক্রেতাদের লাভের হার কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো। প্রতি কেজি চিনিতে দুই টাকা লাভ থাকছে। আগে পাঁচ টাকা ছিল। ফলে বাধ্য হয়ে অনেকে নির্ধারিত মূল্যের বেশি দাম রাখছে।
এদিকে মিল মালিকদের দোষারোপ করলেও পাইকারি ও খুচরা বিক্রেতাদের মজুতের প্রমাণ মিলেছে মঙ্গলবারও। এদিন মোহাম্মদপুর কৃষি মার্কেটে মিলেছে লুকিয়ে রাখা ৫৩০ বস্তা চিনি। গোপন খবরের ভিত্তিতে দুটি দোকানে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানের বন্ধ গুদামে এসব চিনি পায়। সেজন্য দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে মিলেছে লুকিয়ে রাখা ৫০ বস্তা চিনি।
মোহাম্মদপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মাগফুর রহমান জাগো নিউজকে বলেন, গুদামের সামনে খালি ড্রাম দিয়ে লুকিয়ে রাখা ছিল এসব চিনি। এগুলো মজুত চিনি। বিক্রি করা হয় না।
মাওনায় অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। তিনি বলেন, ব্যবসায়ীরা অবৈধভাবে চিনি মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন। আমরা বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

- ৮৩৪ ভোটে হেরেছেন হিরো আলম
- ভারত সরকারের দায় অস্বীকার
- ১৮ বছরের কম বয়স্কদের জন্য ‘ব্রডওয়ে শো’ ফ্রি
- নিউইয়র্কের কলেজ ছাত্রদের জন্য স্টেটের ৫৬৬৫ ডলার অনুদান
- অনিশ্চয়তায় নিউইয়র্কের ১৫ লাখ ছাত্রের লোন মওকুফের আবেদন
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি
প্রেস কাউন্সিলে তাকসিমের মামলা দায়ের - অচলাবস্থার মুখে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র
- আবারও ঢাকায় যাচ্ছেন ২ শীর্ষ মার্কিন কর্মকর্তা
- ‘৩০ সালের মধ্যে উবার ও লিফট চলবে বিদ্যুতে
- নিউইয়র্কে ধেয়ে আসছে প্রবল শীত
- ক্যাসিনোর ট্যাক্স ও লাইসেন্স ফি যাবে এমটিএ খাতে
- বায়ু দূষণ রোধে রাজধানীতে বিশেষ অভিযান শুরু
- চুরি সিস্টেম লসে বিদ্যুতে সর্বনাশ
- ‘স্যার ডাকতে হবে, এ জন্য কিছু শিক্ষিত মানুষ আমাকে হারিয়ে দিয়েছে’
- শাহজালালে ৫ ঘণ্টা করে বন্ধ থাকবে ফ্লাইট চলাচল
- মিয়ানমারের জান্তা সরকারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
- প্রবাসী আয়ে সুখবর
- সম্পর্কে আরও কাছাকাছি ঢাকা ও ওয়াশিংটন
- জার্মানি কি ইউক্রেনে ‘যুদ্ধরত একটি পক্ষ’ হয়ে পড়ছে?
- ছেড়ে দেওয়া আসনে ফের জিতলেন উকিল আবদুস সাত্তার
- আইএমএফ আরও সংস্কার চায়
আর্থিক অডিট রিপোর্ট উন্মুক্ত করার প্রস্তাব - মাত্র ৮৩৪ ভোটে হারলেন হিরো আলম!
- নেইমারকে ঢাকায় আনার উদ্যোগ
- মিথ্যা ঘোষণার আমদানিতে সর্বনাশ
- পাঠ্যপুস্তকের ভুল সংশোধন: সাত ও পাঁচ সদস্যের দুই কমিটি
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
- ২০ দিনে প্রবাসী আয় ১৩১ কোটি ডলার
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- বিশ্ব ইজতেমা শুরু
- দলে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেন শেখ হাসিনা
- গ্যাস সংকটে সিরামিক শিল্প, উৎপাদন নেমেছে অর্ধেকে
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- বিনিয়োগে ঝুঁকি নিতে চাইছেন না উদ্যোক্তারা
- পাচার করা টাকা ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি চায় বিএফআইইউ
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- ফ্লাইট কমাচ্ছে বিদেশি এয়ারলাইন্স
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অফিসে ৫০ লাখ টাকার বেশি রাখতে পারবেন না মানিচেঞ্জাররা
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের

- তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- দলে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেন শেখ হাসিনা
- শেখ হাসিনার নির্বাচনী প্রচারে সফরসঙ্গী রিয়াজ-ফেরদৌস
- আওয়ামী লীগ ক্ষমতায় এলেই তৃণমূলের উন্নয়ন হয়
- শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা শুরু
- সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- গ্যাস সংকটে সিরামিক শিল্প, উৎপাদন নেমেছে অর্ধেকে
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- কোন জোর জবরদস্তির মধ্যে আওয়ামী লীগ নেই: তোফায়েল
- বিনিয়োগে ঝুঁকি নিতে চাইছেন না উদ্যোক্তারা
- পাচার করা টাকা ফেরাতে ১০ দেশের সঙ্গে চুক্তি চায় বিএফআইইউ
- আমার কোনো গুন্ডা পাণ্ডা প্রয়োজন নেই: শামীম ওসমান