বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩   চৈত্র ৮ ১৪২৯   ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১২৫৩

জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

জঙ্গিদের প্রার্থী বানিয়ে বিএনপি এখন জঙ্গি সংগঠন হিসেবে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি  মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নে নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় এ মন্তব্য করেন।

বিএনপির উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, নির্বাচন করা তাদের উদ্দেশ্য নয়। তাদের যদি নির্বাচন করার ইচ্ছা থাকতো তাহলে আমার এলাকায় এতো নেতা থাকতে একজন জঙ্গি মতবাদের প্রার্থীকে মনোনয়ন দিতেন না। তাদের যে উদ্দেশ্যই থাকুক না কেন জনগণ তাদেরকে রুখে দাঁড়াবে।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতাদের অভিযোগের ব্যাপারে শামীম ওসমান বলেন, ড. কামাল গংদের প্রতি এখন মানুষের আর কোন আস্থা নেই। বিশেষ করে ২১ আগস্ট তারেক জিয়া গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিতাকে যেভাবে হত্যার চেষ্টা করেছিল তাতে মানুষ তাদের ঘৃণা করছে। আর এ কারনে নির্বাচনে বিএনপি কোন ফ্যাক্টর হবে না বলে আমি মনে করি। তিনি বলেন, মানুষ এখন উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামীলীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রমাণ করে দিয়েছেন।


সংসদ সদস্য শামীম ওসমান মঙ্গলবার (১১.১২.১৮) দুপুর বারোটা থেকে বিকেল পর্যন্ত বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া চান। বেশ কয়েকটি উঠান বৈঠকেও তিনি অংশ নেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। কারন আমি সাড়ে সাত হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। আমাকে ভোট চাইতে হবে কেন?

শামীম ওসমান বলেন, গত বিশ বছরে এই আসনে পূর্বের জনপ্রতিনিধিরা যে উন্নয়ন করেছেন, আমার পঞ্চাশ ভাগের এক ভাগও তারা করতে পারেনি। সাত হাজার চার শ’ কোটি টাকার উন্নয়ন করেছি। ফতুল্লা দুর্গম চরাঞ্চল এই বক্তাবলীকে আমি শহরে রূপান্তরিত করেছি। ফেরি দিয়েছি, রাস্তাঘাট করেছি। স্কুল কলেজ করেছি। ভবিষ্যতে এই এলাকাকে আমি নতুন বউয়ের মতো সাজাবো। তিনি সৎ ও যোগ্য জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।

শামীম ওসমানের এই গণসংযোগকালে ফতুল্লা থানা আওয়ামীলীগ সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফাজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর