নির্বাচন ৫ জুন
জালালাবাদে মেতেছেন প্রবাসীরা

আজকাল রিপোর্ট
আগামী ৫ জুন রোববার আমেরিকা প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসীদের অন্যতম বৃহত্তম এই সংগঠনটির নির্বাচন ইতোমধ্যেই মাতিয়ে তুলেছে কমিউনিটিকে।
এদিন ভোট গ্রহণের জস্য নিউইয়র্কে তিনটি এবং নিউজার্সি ও পেনসিলভেনিয়ায় একটি করে মোট ৫টি ভোটকেন্দ্র করা হয়েছে। এসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, প্রার্থীদের তৎপরতা, প্রচার-প্রচারণা ততই তুঙ্গে উঠছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ করছেন তাদেরকে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন।
এ নির্বাচনকে ঘিরে শুধু জালালাবাদবাসীরাই নয়, প্রবাসী পুরো বাংলাদেশি কমিউনিটিতেই সৃষ্টি হয়েছে কৌতুহল। চলছে নানা জল্পনা-কল্পনা আর সমীকরণ। তারা হিসাব করছেন, কাকে ভোট দিলে সংগঠন বেশি গতিশীল হবে। কারা জালালাবাদবাসীদের বহুদিনের স্বপ্নের একটি স্থায়ী ভবন তৈরী করে দিবেন। এমন নানা বিষয় নিয়ে ছক কষছেন। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ১১ হাজার ৯২।
এই নির্বাচনে বিয়ানীবাজার জেলাবাসীর ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে। ভোট বিশেষজ্ঞদের মতে বিয়ানীবাজার জেলাবাসী যে দিকে, জয়ের পালও সেদিকেই ওড়ে। তাই বিয়ানীবাজারে যারা মজবুত ঘাঁটি তৈরী করতে সক্ষম হবেন তারাই বিজয়ের পতাকা ওড়াতে পারবেন বলে মনে করা হচ্ছে।
ডনর্বাচনে প্যানেল ভিত্তিতে প্রতিদ্বন্দিতা করছে ‘বদরুল-ময়নুল পরিষদ’। তারা দলবদ্ধ ভাবে প্রচারে নেমেছেন। তারা সর্বত্র ছুটে বেড়াচ্ছেন, সভা-সমাবেশ, মতবিনিময় করছেন। সবার কাছে ভোট প্রার্থনা করছেন। তাদের দৃষ্টি অবশ্যই বিয়ানীবাজারের দিকে।
অন্যদিকে তাদের বিরুদ্ধে কোন প্যানেল না থাকলেও প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই স্বতন্ত্র প্রার্থীরাও ব্যাপক তৎপর। ব্যক্তিগতভাবে তারাও চষে বেড়াচ্ছেন ভোটারদের মধ্যে। অবশ্য তাদের ভোটের হিসাব একটু অন্যরকম। তাঁরা এবার ভোটে বিয়ানীবাজারবাসীদের নিয়ে মোটেও চিন্তিত নন। তারা মনে করছেন ওই এলাকার বেশী ভাগ ভোট তাদের দিকেই আসবে। কারণ হিসেবে তারা বলছেন, ভোটাররা খুব সচেতন, তারা প্যানেল দেখে নয়, যোগ্যতা দেখেই প্রার্থীদের ভোট দেবেন।
সব মিলে এই নির্বাচনী লড়াই কমিউনিটিতে সাড়া তুলেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে আগামী ৫ জুন রোববার।
নির্বাচনে পাঁচটি পদে নির্বাচন হচ্ছে। বাকি ১৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এরা সবাই বদরুল-ময়নুল পরিষদ থেকে প্রার্থী হয়েছিলেন। পাঁচটি পদের জন্য লড়ছেন বদরুল-ময়নুল পরিষদ থেকে সভাপতি পদে সংগঠনের সাবেক সভাপতি বদরুল খান ও সাধারণ সম্পাদক পদে এসোসিয়েশনের বর্তমান কোষাধ্যক্ষ মইনুল ইসলাম।
অপর দিকে স্বতন্ত্র ভাবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানৃু, সাধারণ সম্পাদক পদে সাইকুল ইসলাম, সহ-সভাপতি (সিলেট) শাহ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ-মিসবা উদ্দিন আহমেদ এবং সাংগঠনিক ও সাদস্যিক পদে শহীদুল হক।
উল্লেখ্য, আমেরিকায় বসবাসরত বৃহত্তর সিলেটের চারটি জেলার ৩৯ থানার বাসিন্দারা ভোট দিয়ে থাকেন এ নির্বাচনে।
- আত্তাহিয়্যাতু পড়ার সময় আঙুল দিয়ে ইশারা করতে হয় কেন?
- হাদিসে বর্ণিত সূরা ফাতিহার ফজিলত
- করোনাকালে কর্মকাণ্ড প্রশংসিত
মানবতার সেবায় কমিউনিটি নেতৃবৃন্দ - প্যাপিরাসে লেখা হাজার বছরের পুরনো কুরআন
- ব্রঙ্কসে বৃহত্তর পরিসরে খলিল বিরিয়ানি
- ব্রেন টিউমারে আক্রান্ত সহকর্মীর পাশে বাংলাদেশি পুলিশ কর্মকর্তারা
- ডেমোক্র্যাট হয়েও ভোট দিয়েছি ট্রাম্পকে নাসরীন আহমেদ
- জ্যাকসন হাইটসে জিয়ার মৃত্যুবার্ষিকী পালনের উদ্যোগ
- সাপ্তাহিক আজকাল সংখা ৬৩৪
- ড. প্রদীপের বক্তব্যের জবাবে ড. সিদ্দিক
সভাপতি না হতে পেরে ক্ষোভ, অপপ্রচার