বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩   চৈত্র ৮ ১৪২৯   ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৮৮৫

নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে আজাহরুল ইসলাম সুমন নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে উপজেলার সৎভান্দি ইউপির নয়াপাড়া এলাকায় আজিজ প্যাকেজিং লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

রোববার দুপুরে এ ঘটনার শিকার সুমন মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই কারখানার সাত শ্রমিককে আটক করেছে। নিহত সুমন একই ইউপির ভূঁইয়াপাড়া এলাকার লিয়াকত ভূঁইয়ার ছেলে।

শনিবার রাত আটটায় সুমন কাজে যোগদান করেন। রাত আনুমানিক বারোটার দিকে কাজের ফাঁকে কারখানার অভ্যন্তরে বিশ্রাম নিতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় কে বা কারা তার পায়ুপথে কম্প্রেসার মেশিনের পাইপ ঢুকিয়ে বাতাস ছেড়ে দেয়। এতে তার শরীরের অভ্যন্তরে প্রচুর পরিমাণে বাতাস ঢুকে যায়। 

এক পর্যায়ে তার অবস্থা আশঙ্কাজনক হলে কারখানার কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার কথা বলে তাকে তার বাসায় রেখে আসে। বাসায় তার অবস্থার আরো অবনতি ঘটলে পরিবারের স্বজনরা রূপগঞ্জ উপজেলার আলরাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস রোববার দুপুরে তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ করাখানায় গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত শ্রমিককে আটক করে। পরে বাড়ি থেকে সুমনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জের এসপি হারুন অর রশিদ বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রতিষ্ঠানের সাত শ্রমিককে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং শীঘ্রই প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর