বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩   চৈত্র ৮ ১৪২৯   ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
২৩

১১ বছর পর হোয়াইটওয়াশের মুখে বাংলাদেশ

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

ঘরের মাঠে ১১ বছর পর ওয়ানডে সিরিজে ধোলাই হওয়ার শংকায় পড়েছে বাংলাদেশ। ২০১২ সালে সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজে ভারতের কাছে ২-০ ব্যবধানে হারলেও একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেটাকে হোয়াইটওয়াশ বলা যায় না। আগামীকাল সোমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে হারলেই এত বছর পর ধোলাই হওয়ার লজ্জা পেতে হবে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। এর আগে মিরপুরে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। যা দেশের মাটিতে সাড়ে ছয় বছর পর ওয়ানডে সিরিজ হার। ২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছেই দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর দেশের মাটিতে সাতটি ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতেছে স্বাগতিক দল। এই সময়ের মাঝে দেশের বাইরেও ওয়ানডে সিরিজ জয়ের ঘটনা আছে।

'হোম অব ক্রিকেট' হিসেবে পরিচিত মিরপুরেই টাইগারদের পারফর্মেন্সের যে অবস্থা, তাতে চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে আতঙ্ক আরও বাড়তে পারে। মাত্র আড়াই মাস আগে এই ভেন্যুতে ভারতের কাছে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল ভারত। জবাবে ১৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাটিং পিচে সুবিধা নিয়ে ইংল্যান্ড কি করতে পারে সেটি মিরপুরে দ্বিতীয় ম্যাচে প্রমাণ করেছে। চট্টগ্রাম তো তাদের কাছে স্বর্গই হবে।

একমাত্র টেস্ট প্লেয়িং দেশ হিসেবে এখনও বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারেনি ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে কিছু পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘পরাজিত দলের অংশ হওয়া সুখকর হবে না কিন্তু এটিই ম্যাচেরই অংশ। আমরা শক্তিশালী দল হিসেবে ঘুড়ে দাঁড়াতে চাই। আমরা চ্যালেঞ্জ নিতে চাই। এই ফরম্যাটের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ভালো করার জন্য আমরা বদ্ধপরিকর।’

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল