হাসিনাসহ ৪০ বিশ্বনেতাকে বাইডেনের আমন্ত্রণ

আজকাল রিপোর্ট
জলবায়ু সংকট নিয়ে আলোচনার জন্য একটি ভার্চুয়াল সম্মেলনে অংশ নিতে ৪০ জন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা উপলক্ষে দুই দিনের এই ভার্চুয়াল সম্মেলন আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন বলে বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে। বিশ্বে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের জন্য ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি গ্রহণ করা হয়। চুক্তিতে এই শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বের প্রথম কোনও দেশ হিসেবে ২০২০ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ওই চুক্তিতে ফিরে গেছেন।
ওই ফেরাকে স্মরণীয় করে রাখতে দুই দিনের ভার্চুয়াল সম্মেলন আয়োজন করছে যুক্তরাষ্ট্র। এতে শি জিনপিং ও ভøাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে জো বাইডেন বলেন, ‘তারা আমন্ত্রণের কথা জেনেছেন। যদিও আমি এখন পর্যন্ত কারোর সঙ্গেই কথা বলিনি।’
আগামী ২২ এপ্রিল ধরিত্রী দিবসের দিনেই শুরু হবে এই সম্মেলন। এছাড়া আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সংকট সংক্রান্ত একটি বড় সম্মেলন। তবে করোনা ভাইরাস মহামারির কারণে বাইডেন আয়োজিত সম্মেলনটি পুরোপুরিভাবে অনলাইনে অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউজ জানিয়েছে, ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে কার্বণ নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্য ঘোষণা করবে। এই ঘোষণার মাধ্যমে প্যারিস চুক্তি অনুযায়ী অন্য দেশগুলোও এই লক্ষ্য বাস্তবায়নে আগ্রহ পাবে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।
- কষ্ট পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কম যেতেন আল মাহমুদ
- সীমান্তে মিয়ানমারের সেনা টহল, রাষ্ট্রদূতকে তলব
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ৪৯ নারী
- ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী আজ
- হাবের হজ প্যাকেজ ঘোষণা
- হাসিনাসহ ৪০ বিশ্বনেতাকে বাইডেনের আমন্ত্রণ
- করোনা রোগীকে ধর্ষণের চেষ্টা!
- নতজানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমারও স্পর্ধা দেখাচ্ছে
- বাংলাদেশের জন্য জেআরপি’তে ৫০৪ কোটি টাকা দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
- রিজেন্ট মামলার প্রধান আসামি সাহেদ গ্রেপ্তার