সিটি পুলিশের সাথে সেন্টার ফর এনআরবি’র বৈঠক

আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সাথে সেন্টার ফর এনআরবি’র নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে গত বুধবার বিকেলে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ব্রুকলিনস্থ হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টার ভিক্টোরিয়া পেরির সাথে অনুষ্ঠিত এ নেটওয়ার্কিং মিটিংয়ে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর নের্তৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মুশরেকা আফরোজ খান অরিন, আবদুল কাদের মিয়া, মো. আব্দুর রহীম, মো. লিটন আহমেদ প্রমুখ।
নেটওয়ার্কিং মিটিংয়ে সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন সেকিল চৌধুরী সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, সেন্টারটি দেশে এবং দেশের বাইরে নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার ও গোলটেবিল বৈঠক আয়োজন করে থাকে। সেন্টারটি বাংলাদেশি নাগরিক ও নন-রেসিডেন্ট বাংলাদেশিদের দেশে বিনিয়োগে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠাতে প্রবাসীদের আগ্রহী করতে কাজ করে। তিনি বলেন, নন-রেসিডেন্ট বাংলাদেশি-এনআরবি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিরা বহির্বিশ্বে বাংলাদেশকে ব্রান্ডিং করে।
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমান্ডিং অফিসার ভিক্টোরিয়া পেরি সেন্টার ফর এনআরবি প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি সেন্টার ফর এনআরবি’র কার্যক্রমের প্রশংসা করে তার কমিউনিটির উন্নয়নে ডিপার্টমেন্টের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
- প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের
বাফেলোর দিকে ছুটছেন বাংলাদেশিরা - বাংলাদেশিদের মধ্যে বিনা ভাড়ায় থাকার প্রবণতা বাড়ছে
নিউইয়র্কে বাড়ি মালিক ও ভাড়াটিয়া বিরোধ - জ্যাকসন হাইটসে লাক্সারি এফোর্ডেবল হাউজিং
- খান’স টিউটোরিয়ালের তদন্ত কমিটি গঠিত : তাসনিম ইমাম নতুন নির্বাহী
যৌন হয়রানির অভিযোগে ইভানের পদত্যাগ - নিউইয়র্কে পুত্র-শোকে হৃদরোগে মারা গেলেন পিতা
- নিউইয়র্কে কনসাল জেনারেলের ঈদ শুভেচ্ছা বার্তা
- প্রধানমন্ত্রীর ডিপিএস খোকনের পিতার মৃত্যুতে শোক
- লং আইল্যান্ডে আদমশুমারী কর্মশালা
- নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রাইমারি ২৩ জুন
‘বাংলাদেশিদের ভোট দিন’ - সোসাইটি ও ইকে টেকনোলজির মাস্ক বিতরণ