বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩   চৈত্র ৮ ১৪২৯   ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১১৯

যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইমিগ্রেশনের বিপক্ষে

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

সাম্প্রতিক জরিপের তথ্য

 

আজকাল রিপোর্ট
ইমিগ্রেশনের বিপক্ষে ঝুঁকছে আমেরিকা। গ্যালাপ পরিচালিত সার্ভেতে অংশ নিয়ে দুই তৃতীয়াংশ মানুষই ইমিগ্রেশনের বিপক্ষে মত দিয়েছে। তাদের বড় একটি অংশ মনে করেন, ইমিগ্রান্টরা তাদের ‘জব মার্কেট’ দখল করে নিচ্ছে। ইমিগ্র্যান্টদের কারণেই তারা অনেক জব পান না। ক্রাইম বেড়ে যাবার জন্যও তারা তারা দায়ী করেছেন অভিবাসীদের। তবে তাদের বেশি ক্ষোভ অবৈধ ইমিগ্র্যান্টদের ওপর।
জরিপে দেখা গেছে, ইমিগ্রান্টদের ব্যাপারে নেতিবাচক মনোভাব রিপাবলিকানদের মধ্যে সবচেয়ে বেশি। জরিপে অংশ নেয়া শতকরা ৭১ ভাগ রিপাবলিকান ইমিগ্রেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ডেমোক্র্যাটদের মধ্যে ইমিগ্রান্ট বিরোধী মনোভাব প্রকাশ করেছে মাত্র শতকরা ১৭ জন। শতকরা ৩৬ ভাগ ইন্ডিপেনডেন্ট অভিবাসীদের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। মাত্র ২৮ ভাগ আমেরিকান বলেছেন, অভিবাসীদের বর্তমান লেবেল নিয়ে তারা সন্তুষ্ট । ২০২২ সালে এ হার ছিল ৩৬। এই নিউ গ্যালাপ পোল পরিচালিত হয়েছে গত ২ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত।
দেশের দক্ষিণ অঞ্চলের সীমান্তে মাইগ্রান্ট ও এসাইলাম প্রার্থীদের নিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে আমেরিকানরা ভীষণ ক্ষুব্ধ। এ জন্য তারা বাইডেন প্রশাসনের ব্যর্থতা ও রিপবলিকান নেতৃত্বকে দায়ী করেছে। হোমল্যান্ড সিকিউরিটির মতে ২০২১ সালের তুলনায় এখন ৪ গুণ  বেশি শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সীমান্তে ভীড় করেছে। জরিপে ৪০ শতাংশ আমেরিকান ইমিগ্রেশন কমিয়ে দেবার পক্ষে মত দিয়েছে। অবশ্য অতীতের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন বিরোধী মনোভাব সবচেয়ে বেশি তৈরি হয়েছিল ২০০১ সালে ৯১১ ঘটনার পর। তখন শতকরা ৮০ ভাগ আমেরিকানই ইমিগ্রান্টদের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছিল।
এদিকে রিপাবলিকান দলীয় কংগ্রেস স্পীকার কেভিন ম্যাকার্থি বৃহস্পতিবার আরিজোনার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন। তার সফরমঙ্গী ৪ জন কংগ্রেসম্যানই ছিলেন রিপাবলিকান দলীয়। ডেমোক্র্যাটরা রলছেন, সীমান্ত পরিস্থিতি উস্কে দেবার জন্যই স্পীকারের এ সফর। রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া এ সফরের উদ্দেশ্য আর কিছুই ছিল না। তারা বলেছেন, নাজুক ইমিগ্রেশন ব্যবস্থা ঠিক না করে সীমান্ত পরিদর্শন করা অর্থহীন।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর