সোমবার   ২৯ মে ২০২৩   জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০   ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৪১

মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে গুজরাট

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩  

 পর পর দুই মাচে হার মুম্বাই ইন্ডিয়ান্সের। মঙ্গলবার (২৫ এপ্রিল) আহমেদাবাদে গুজরাট টাইটান্সের কাছে ৫৫ রানে হারল রোহিত শর্মার দল। ব্যাটে-বলে মুম্বাইকে টেক্কা দিলেন হার্দিক পাণ্ডিয়ারা।‌ এই দুই দলের দ্বৈরথ মানেই টানটান উত্তেজনা। কিন্তু এদিন ছিল পুরো একপেশে ম্যাচ।

প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে গতবারের চ্যাম্পিয়নরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫২ রানে থামে মুম্বাই। ব্যর্থ রোহিতদের ব্যাটিং অর্ডার। ক্যামেরুন গ্রিন এবং নেহাল ওয়াধহেরা ছাড়া কেউই রান পায়নি। অপরদিকে, ডেথ বোলিং নিয়েও ভাবতে হবে মুম্বাইকে। ইনিংসের ১৩ ওভার পর্যন্ত মন্থর গতিতেই ব্যাট করছিল গুজরাট। ম্যাচ রোহিতদের হাতে ছিল। কিন্তু শেষ ৬-৭ ওভারে মুম্বাইয়ের বোলিং তছনছ করে দেন ডেভিড মিলার এবং অভিনব মনোহর। এই জুটির দাপটেই বড় রান সংগ্রহ করে গুজরাট। এ নিয়ে ৭ ম্যাচ ৫ জয়ে টেবিলের দুইয়ে গুজরাট। ৭ ম্যাচে ৪ হারে টেবিলের সাতে মুম্বাই।
টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। শুরুতেই ফেরেন ছন্দে থাকা ঋদ্ধিমান সাহা (৪)। রান পাননি হার্দিক পাণ্ডিয়াও। ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ওপেনিং অর্ডার ব্যর্থ। কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে একপ্রান্তে উইকেট কামড়ে পড়ে থাকেন শুভমন গিল। আরও একটি অর্ধশতরান করেন। ১টি ছয়, ৭টি চারের সাহায্যে ৩৪ বলে ৫৬ করে আউট হন। ১২.২ ওভারে ১০১ রানে ৪ উইকেট হারায় গুজরাট। এই জায়গা থেকে ২০০ রানের গণ্ডি পার করার কথা কেউ ভাবতে পারেনি। কিন্তু অল্প সময়ের মধ্যে পঞ্চম উইকেটে ৭১ রান যোগ করেন ডেভিড মিলার-অভিনব মনোহর জুটি। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।

পরপর দুই ম্যাচে শেষ পাঁচ ওভারে ৯০ রানের বেশি হজম করল মুম্বাই। ২২ বলে ৪৬ করেন মিলার। অন্য প্রান্তে ২১ বলে ৪২ করেন অভিনব। শেষদিকে ক্যামিওর ভূমিকায় রাহুল তেওয়াটিয়া। ৫ বলে গুরুত্বপূর্ণ ২০ রান যোগ করেন। একটা সময় পর্যন্ত ম্যাচ মুম্বাইয়ের আওতায় ছিল। কিন্তু শেষ ছয় ওভারে অত্যধিক রান দিয়ে ফেলে দলটির বোলাররা। ২ ওভার বল করে ৯ রান দিয়ে ১ উইকেট নেওয়া অর্জুন টেন্ডুলকারকে আর বলই দেননি রোহিত।

রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বাইয়ের ব্যাটিং। রোহিতের উইকেটে পতন থেকে শুরু। দ্বিতীয় ওভারে মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। ২ রানে ফেরেন রোহিত। সুবিধা করতে পারেননি ঈশান কিষাণও। ১৩ রানে আউট হন মুম্বাইয়ের আরেক ওপেনার। ক্যামেরুন গ্রিন (৩৩), সূর্যকুমার যাদব (২৩) কিছুটা চেষ্টা করে। কিন্তু উইকেটে টিকে থাকতে পারেনি। শেষদিকে নেহাল ওয়াধহেরা নজর কাড়েন। ৩টি ছয় এবং ৩টি চারের সাহায্যে ২১ বলে ৪০ রান করেন। কিন্তু এই জায়গা থেকে ম্যাচ জেতানো সম্ভব ছিল না। তিন উইকেট নেন নূর আহমেদ। জোড়া উইকেট নেন রশিদ খান এবং মোহিত শর্মা।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল