সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ নির্বাচন
বিজয়ী জিনারো দ্বিতীয় মৌমিতা

আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ কুইন্স এর বিশেষ নির্বাচনে ডেমোক্র্যাট জেমস এফ জিনারো নির্বাচিত হয়েছেন। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার এই নির্বাচনে অনুষ্ঠিত হয়। বহুল আলোচিত এ নির্বাচনে ৪ জন বাংলাদেশিসহ মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রচন্ড ঠান্ডা আর তুষারপাতের মধ্যেই মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর আগে ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত আগাম ভোট গ্রহণ সম্পন্ন হয়। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ এর র্যাঙ্কড-চয়েজ ইলেকশনে একজন ভোটার তার পছন্দের প্রথম ৫ জন প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পান। বোর্ড অব ইলেকশন অফিস সূত্রে জানা যায় ২,০৩৯ জন ভোটার এ নির্বাচনে আগাম ভোট প্রদান করেন।
মঙ্গলবার রাতে বোর্ড অব ইলেকশন অফিস সূত্রে পাওয়া বেসরকারি ফলাফলে জানা যায়, নির্বাচনে জেমস জিনারো সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। বিজয়ী জেমস এফ জিনারোর প্রাপ্ত ভোট ৩,১৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশি আমেরিকান মৌমিতা আহমেদের প্রাপ্ত ভোট ৮২৩। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে এটর্নি সোমা সাঈদ পেয়েছেন ৪৬১ ভোট, দীপ্তি শর্মার প্রাপ্ত ভোট ২৫৮, ড. দিলীপ নাথের প্রাপ্ত ভোট ২২১, নীতা জেইন-এর প্রাপ্ত ভোট ১৫৯, মুজিব ইউ রহমানের প্রাপ্ত ভোট ১১৮ এবং মাইকেল আর্ল ব্রাউনের প্রাপ্ত ভোট ৬৬।
সিটি কাউন্সিম্যান নির্বাচিত জেমস এফ জিনারো এর আগে ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪ এর নির্বাচিত কাউন্সিলম্যান ছিলেন। তিনি ২০০১ সালে প্রথম, ২০০৫ সালে দ্বিতীয় এবং ২০০৯ সালে তৃতীয়বারের মতো সিটি কাউন্সিলম্যান নির্বাচিত হন। ২০০৮ সালে নিউইয়র্ক স্টেট সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতা করে সিনেটর ফ্রাঙ্ক পাদাভানের কাছে পরাজিত হন। ‘টার্ম লিমিট’-এর কারণে ২০১৩ সালের সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাকে বিরত থাকতে হয়।
এ নির্বাচনে বাংলাদেশি আমেরিকান প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব রহমানের ইতিপূর্বে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা ছিলো। বিশেষ নির্বাচনে তার শ্লোগান ছিলো ‘ইউনিটি’। কুইন্স কাউন্টি ওমেন্স বার এসোসিয়েশনের সভাপতি সোমা সাঈদের শ্লোগান ছিলো ‘সোমা ফর কুইন্স’। নিউ আমেরিকান ভোটারস এসোসিয়েশনের সভাপতি দিলীপ নাথের শ্লোগান ছিলো ‘ইওর ভয়েস ম্যাটারস’ আর বাংলাদেশি আমেরিকান্স ফর পলিটিক্যাল প্রোগ্রেস (বাপ)-এর কো-ফাউন্ডার মৌমিতা আহমেদ কুইন্সের ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার পদে গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এবারের নির্বাচনে তার শ্লোগান ছিলোÑ ‘মো ফর দ্য পিপল’।
উল্লেখ্য, সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলম্যান ররি লেন্সম্যান পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।
- প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের
বাফেলোর দিকে ছুটছেন বাংলাদেশিরা - বাংলাদেশিদের মধ্যে বিনা ভাড়ায় থাকার প্রবণতা বাড়ছে
নিউইয়র্কে বাড়ি মালিক ও ভাড়াটিয়া বিরোধ - জ্যাকসন হাইটসে লাক্সারি এফোর্ডেবল হাউজিং
- খান’স টিউটোরিয়ালের তদন্ত কমিটি গঠিত : তাসনিম ইমাম নতুন নির্বাহী
যৌন হয়রানির অভিযোগে ইভানের পদত্যাগ - নিউইয়র্কে পুত্র-শোকে হৃদরোগে মারা গেলেন পিতা
- নিউইয়র্কে কনসাল জেনারেলের ঈদ শুভেচ্ছা বার্তা
- প্রধানমন্ত্রীর ডিপিএস খোকনের পিতার মৃত্যুতে শোক
- লং আইল্যান্ডে আদমশুমারী কর্মশালা
- নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রাইমারি ২৩ জুন
‘বাংলাদেশিদের ভোট দিন’ - সোসাইটি ও ইকে টেকনোলজির মাস্ক বিতরণ