বাক্কো সদস্যদের জন্য মিট দ্য মেম্বারস অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে “মিট দ্য মেম্বারস ২০২০” অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মাধ্যমে সব বাক্কো সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। বাক্কো কার্যনির্বাহী কমিটি এ সময় সদস্যদের জন্য বাক্কোর নেয়া বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন নতুন সদস্যদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বাক্কোর পাঁচটি উপ-কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালকদের আহ্বান জানান কমিটির কার্যক্রমগুলো সবার সামনে তুলে ধরতে। উপ-কমিটির পরিচালকম-লীর মধ্যে ছিলেন সহ-সভাপতি তানভীর ইব্রাহীম, ডিরেক্টর আবু দাউদ খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানজিরুল বাসার। বাক্কো সদস্যরা যেসব আর্থিক সুযোগ-সুবিধা পেতে পারেন তা নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত তথ্য জানান বাক্কোর অর্থ সম্পাদক আমিনুল হক। একই সঙ্গে তিনি উপস্থিত বাক্কো সদস্যদের উপ-কমিটিগুলোতে যুক্ত হয়ে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হতেও আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত বাক্কো সদস্যবৃন্দ তাদের মতামত এবং প্রত্যাশা তুলে ধরেন। এরই পরিপ্রেক্ষিতে সভাপতি ওয়াহিদ শরীফ সবাইকে বাক্কোর সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং তাদের উন্নয়নে ভবিষ্যতে আরও বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বাক্কোর সিনিয়র সহসভাপতি আবুল খায়েরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
- টুইটারের নতুন ফিচার ‘ফ্লিটস’
- শাওমির নতুন স্মার্টফোন পোকো এফ-২ বাজারে আসবে আজ
- ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হলেন সাবহানাজ
- সর্বনাশা অ্যাপে বিপথগামী তারুণ্য
- নিজ আয়ে চলা শুরু করলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের ইফতার
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের নতুন কমিটি
- ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য গোয়েন্দাদের হাতে?
- যে কারণে হঠাৎ ৭০০ কোটি ডলার ক্ষতি জাকারবার্গের