শনিবার   ১২ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৭ ১৪৩১   ০৮ রবিউস সানি ১৪৪৬

সর্বশেষ:
দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১০১৫

বাইডেন প্রশাসনের সঙ্গে হাসিনার দেন দরবার

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

বাংলাদেশে যাচ্ছে মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক

মাসুদ করিম, ঢাকা থেকে
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেন দরবারে লিপ্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বাইডেন প্রশাসন ঢাকার ওপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে। ওয়াশিংটনের বরফ গলাতে বেশ কিছুদিন যাবত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার। সেই প্রচেষ্টার অংশ হিসাবে বৈঠকের আয়োজন করে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে সুলিভানকে হাসিনার সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ দূতাবাসে পাঠান বলে জানা গেছে।
বৈঠকের কারণে বাংলাদেশের ওপর মার্কিন চাপ প্রশমিত হয়েছে এমন মনে হয় না। বরং সুলিভানও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য একই বার্তা দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার পর নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে জন্মদিন উদযাপন করার জন্য। জন্মদিনের আগের দিন ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জ্যাক সুলিভানের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়। বাইডেন প্রশাসনের অন্যতম শীর্ষ ক্ষমতাধর জ্যাক সুলিভানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে মন্ত্রীদের চেয়েও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কার্যকারিতা বেশি। বৈঠক খুবই আন্তরিকতাপূর্ণ ছিল। শেখ হাসিনার সরকারের ওপর চাপ সৃষ্টি করা নয়; বরং সৌহাদ্য সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের এই উদ্যোগ। বাইডেন প্রশাসনও শেখ হাসিনার সরকারের সঙ্গে যুক্ত থেকে অভীষ্ট অর্জন করতে চাইছে। বৈঠকের একটি ছবি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ছবিতে শেখ হাসিনা ও জ্যাক সুলিভান উভয়কে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ফলে বৈঠক যে আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তাতে কোনও সন্দেহ নেই। তবে জ্যাক সুলিভানও ওয়াশিংটনের অবস্থান অর্থাৎ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দিয়েছেন।
জ্যাক সুলিভানের সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আলোচনা অনেক আগেই শুরু হয়েছে। জি-২০ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসাবে বেশ কয়েক দফা ভারত সফর করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এসব সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে প্রতিবারই বৈঠক হয়েছে। এমন একটি বৈঠকে দোভাল বাংলাদেশে শেখ হাসিনার সরকারের ওপর চাপ সৃষ্টি করা কেন দিল্লি ও ওয়াশিংটন উভয়ের জন্যে ক্ষতিকর সেটা তুলে ধরেন। দিল্লির ওই বার্তা পাওয়ার পর ওয়াশিংটন অবস্থানের পর্যালোচনা করেছে কিনা তা স্পষ্ট নয়। তবে দিল্লিতে জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বৈঠককে তার ফলোআপ মনে করা যায়। ওই সময় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেও বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গ তাদের আলোচনায় উঠে আসে। হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জলবায়ু পরিবর্তনসহ বিস্তৃত ইস্যুতে আলোচনা করেছেন।
সূত্র মতে, পুল সাইডের ওই আলোচনায় বেশি কথা বলেছেন পুতুল। প্রধানমন্ত্রীর কন্যা অটিজম নিয়ে কী কী কাজ করছেন তার ফিরিস্তি দিয়েছেন। বাইডেন অত্যন্ত মনযোগ সহকারে সেসব কথা শুনেছেন। এক পর্যায়ে বাইডেন বলেন, অটিজম নিয়ে তার নিজেরও আগ্রহ রয়েছে। এ বিষয়ে বাইডেন তার দফতরকে পুতুলের সঙ্গে যোগাযোগ করতে বলবেন উল্লেখ করার পর পুতুল তাঁর ভিজিটিং কার্ড বাইডেনের হাতে দেন। ওই বৈঠকের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও অ্যাম্বাসেডর অ্যাট লার্জ জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। জিয়াউদ্দিনের মোবাইল ফোন দিয়ে ৭০টির মতো ছবি তুলেন। এক পর্যায়ে বাইডেন মোবাইলটি হাতে নিয়ে সেলফি তোলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন যে, দিল্লি ও ওয়াশিংটনের সঙ্গে ‘তলে তলে আপস’ হয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে থাকালেই যুক্তরাষ্ট্র ভিসানীতির প্রয়োগ শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ স্যাংশন দিলে বাংলাদেশও তার বিরুদ্ধে স্যাংশন দেবে। মার্কিন সূত্রগুলো দাবি করছে, যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। বার্তাও একই আছে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে একের পর এক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে এই বার্তাই দিয়ে যাচ্ছে। আগামী দিনেও বেশ কিছু মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন। আগামী ৭ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশ সফর করবে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইন্সটিটিউট (এনডিআই) এর সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি বাংলাদেশে সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ে বৈঠক করবে। প্রতিনিধি দলটি সফর শেষে একটি বিবৃতি দেবে যেখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে করনীয় সম্পর্কে আলোকপাত করবে। তারপর অক্টোবরের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসবেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।
বাংলাদেশে নির্বাচন নিয়ে সৃষ্ট পরিস্থিতির জন্যে চলতি অক্টোবর মাসকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। বিএনপি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে বদ্ধপরিকর। তারা সভা-সমাবেশ, রোড মার্চসহ একের পর এক কর্মসূচি দিয়ে মাঠ গরম করছে। আওয়ামী লীগ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং শান্তি সমাবেশ করে পাল্টা জবাব দিচ্ছে।
শেখ হাসিনার সরকার সংবিধানের বাইরে যেতে নারাজ। অর্থাৎ শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে চায় সরকার। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নেয় কিনা সেটিই দেখার বিষয়। কেউ কেউ মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যস্থতা করলে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতেও পারে। যদিও যুক্তরাষ্ট্র বলছে, তারা সংলাপের মাধ্যমে সমঝোতাকে সমর্থন করলেও মধ্যস্থতা করবে না।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর