বহুবচন’র সাহিত্য আসর
নিউইয়র্ক জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে বহুবচনের সাহিত্য আসর। আসরের অন্যতম পরিকল্পক ও পরিচালক, নাট্যজন মুজিব বিন হক সূচনা বক্তব্য রাখেন। বক্তব্যে মুজিব বিন হক জয় গোস্বামীর সাহিত্য ও কর্মজীবন নিয়ে আলোকপাত করেন। কবিতা পাঠ করেন আজিজুল হক মুন্না, ছন্দা বিনতে সুলতান, শিবলী ছাদেক, আবু রায়হান, আনোয়ার সেলিম, এবিএম সালেহ উদ্দীন, হাবীব ফয়েজী, মাসুম আহমেদ এবং মুহাম্মদ আলী বাবুল। পর্বটি পরিচালনা করেন কবি এবিএম সালেহ উদ্দীন। বক্তব্য রাখেন সাহিত্য-সমালোচক আহমেদ মাযহার, রম্যকথক শহীদ উদ্দীন এবং কবি স্বপ্ন কুমার। কবি শামস আল মমীন’র কবিতা আবৃত্তি করেন সংবাদপাঠিকা দিমা নেফারতিতি, বাচিক শিল্পী শুক্লা রায় এবং হিরা চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও প্রাবন্ধিক আজিজুল হক মুন্না, নাট্যজন ও কবি আনোয়ার সেলিম এবং কবি জলী রায়হান।
সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়