নিউইয়র্ক সিটিতে জনপ্রতি কয়েদির জন্য খরচ বছরে ৫ লাখ ডলার

আজকাল রিপোর্ট ঃ
নিউইয়র্ক সিটির জেলখানায় আটক ১ জন আসামীর জন্য গড় প্রতিদিন খরচ ১ হাজার ৫ শত ২৫ ডলার। প্রতি বছরে তা দাঁড়ায় ৫ লাখ ৫৬ হাজার ডলারে। প্রতি বছর নিউ ইয়র্ক সিটি জেল হাজতীদের জন্য ব্যয় করে ২ বিলিয়ন ডলারের ওপর। এরমধ্যে হাজতীদের খাওয়া, চিকিৎসা, বস্ত্র, নিরাপত্তার প্রয়োজনে জেলখানার স্টাফ ও কারেকশন অফিসারদের বেতনভাতাও অর্ন্তভূক্ত। ডিপার্টমেন্ট অব কারেকশন ২০২১ অর্থবছরের খরচ ও বরাদ্দ পর্যলোচনা করে এ তথ্য প্রকাশ করেছে। গত শুক্রবার (১০ জুন) নিউ ইয়র্ক সিটির ২০২৩ সালের বাজেট অনুমোদনের সময় সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার জেলখানার কয়েদিদের জন্য খরচের বিষয়টি তুলে ধরেন। ২০২৩ অর্থ বছরের বাজেটে মেয়র এরিক এডামস আরও সাড়ে ৫ শত কারেকশন অফিসার নিয়েগের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব করেন। এ প্রস্তাবের বিরোধিতা করেন ব্রাড ল্যান্ডারসহ সিটির মেজোরিটি কাউন্সিল মেম্বার। পরে প্রস্তাবটি ভেস্তে যায়।
ডিপার্টমেন্ট অব কারেকশন এর তথ্যানুসারে ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কয়েদিদের জন্য খরচ বেড়েছে ৪ গুন। ২০১১ সালে ১ জন কয়েদির জন্য প্রতিদিন গড় খরচ হতো ৩৯৫ ডলার। অথচ ২০২১ সালে খরচ হয়েছে ১৫২৫ ডলার। অন্যদিকে লসএঞ্জেলসে ১ জন কয়েদির পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় ৪০০ ডলার। নিউইয়র্কে কয়েদিদের জন্য খরচ যুক্তরাষ্ট্রের যেকোন শহরের চেয়ে অনেক বেশি। কিন্তু জেলখানার ভেতর প্রতি সপ্তাহেই সংঘর্ষে মানুষের মৃত্যু কিংবা আহতের খবর আসছে। সিটির রাইকারস আইল্যান্ড বিশ্বের ‘নটোরিয়াস/কুখ্যাত জেলখানা’ হিসেবে খ্যাতি অর্জন করেছে।
গত কয়েক বছর ধরেই সিটির রাইকারস আইল্যান্ড সন্ত্রাস, ড্রাগ ও অরাজকতার স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সিটি কর্তৃপক্ষ কোনভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিল না। সাবেক মেয়র ব্লাজিও রাইকারস আইল্যান্ড বন্ধ করে কয়েদিদের বিভিন্ন ব্যরোতে রাখার ঘোষণা দেন। এতে বিভিন্ন কমিউনিটি ও সাধারণ মানুষের কাছ থেকে তীব্র আপত্তি ওঠে। এক পর্যায়ে রাইকারস আইল্যান্ডের দেখভালো ও নিয়ন্ত্রণ নেবার ঘোষণা দেয় ফেডারেল সরকার। কিন্তু এর বিরুদ্ধে আদালতে যায় নিউইয়র্ক সিটি প্রশাসন। গত মঙ্গলবার (১৪ জুন) ফেডারেল কোর্ট রাইকারস আইল্যান্ড নিউইয়র্ক সিটির নিয়ন্ত্রণে থাকবে বলে রায় প্রদান করে। এক প্রতিক্রিয়ায় মেয়র এরিক এডাস বলেছেন, মাননীয় আদালত আমাদের সদিচ্ছা ও প্রচেষ্টাকে সন্মান দেখিয়েছে। এই জেলখানাকে নিরাপদ ও কার্যকর রাখতে এ্যাকশন প্লান জোরদার করা হবে।
- প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের
বাফেলোর দিকে ছুটছেন বাংলাদেশিরা - জ্যাকসন হাইটসে লাক্সারি এফোর্ডেবল হাউজিং
- বাংলাদেশিদের মধ্যে বিনা ভাড়ায় থাকার প্রবণতা বাড়ছে
নিউইয়র্কে বাড়ি মালিক ও ভাড়াটিয়া বিরোধ - নিউইয়র্কে পুত্র-শোকে হৃদরোগে মারা গেলেন পিতা
- খান’স টিউটোরিয়ালের তদন্ত কমিটি গঠিত : তাসনিম ইমাম নতুন নির্বাহী
যৌন হয়রানির অভিযোগে ইভানের পদত্যাগ - নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রাইমারি ২৩ জুন
‘বাংলাদেশিদের ভোট দিন’ - নিউইয়র্কে কনসাল জেনারেলের ঈদ শুভেচ্ছা বার্তা
- সোমবার থেকে খুলছে সেলুন ও রেস্টুরেন্ট
গভর্নরের সিদ্ধান্ত মানছে না মেয়র - নিউইয়র্কে এবার নতুন ভাইরাসে শিশুরা আক্রান্ত
- নিউইয়র্কে ‘ট্রাম্প ডেথ ক্লক’