কুইন্সের সিটি ফিল্ডে মেগা ভ্যাকসিন সেন্টার হচ্ছে
নিউইয়র্কে সবার জন্য ভ্যাকসিন

আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটিতে জোরেসোরে করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সিটির পাঁচটি বরোতেই একাধিক স্থানে ভ্যাকসিন প্রদানের জন্য স্থাপনা তৈরি করা হয়েছে। বুধবার থেকে ম্যানহাটনের জ্যাকব জাবিথ সেন্টারে বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিন দেয়া হবে। কুইন্সের সিটি ফিল্ড (শিয়া স্টেডিয়াম) খুলে দেয়া হচ্ছে করোনা টিকা দেয়ার জন্য। নাম দেয়া হয়েছে ‘মেগা কোভিড-১৯ ভ্যাকসিনেসন সাইট’। আগামী ২৫ জানুয়ারি থেকে এটি চালু হবে। প্রতিদিন এখানে ৭ হাজার ভ্যাকসিন দেয়ার ক্যাপাসিটি থাকবে। দিনরাত ২৪ ঘন্টাই খোলা থাকবে এবং নিউ ইয়র্কাররা ভ্যাকসিন নিতে পারবেন। এখানে ফ্রি গাড়ি পার্কের ব্যবস্থাও থাকছে।
গত মঙ্গলবার মেয়র বিল ডি ব্লাজিও সিটি ফিল্ডে মেগা সাইট চালুর ঘোষণা দিয়েছেন। এছাড়া শনিবার থেকে কুইন্সের জাংশন বুলেভার্ডেও ২৪ ঘন্টার জন্য করোনা ভ্যাকসিনেসন কেন্দ্র খোলা হচ্ছে। হাসপাতাল, ক্লিনিক ও ফার্মাসিতেও ভ্যাকসিন দেয়া হচ্ছে। অনলাইনে এপয়েন্টমেন্ট করে সহজেই ভ্যাকসিন নেয়া যায়।
শুরুতেই যারা এখন ভ্যাকসিন পাবেন: ফার্স্ট রিসপন্ডার (পুলিশ, ইএমটি ও ফায়ার ফাইটার্স), পাবলিক সেফটি ওয়ার্কার্স, পাবলিক ট্রানজিট ওয়ার্কার্স, ৬৫ বছরের বেশি বয়সের নিউ ইয়র্কাররা (১.৪ মিলিয়ন), ফার্মাসি ক্লার্ক, ক্যাশিয়ার, স্টক ওয়ার্কার ও ডেলিভারিম্যান-ওম্যান, টিচার্স ও এডুকেশন ওয়ার্কার ভ্যাকসিন পাচ্ছেন। তবে পাশাপাশি সর্ব সাধারণের জন্য ভ্যাকসিন কার্যক্রম চালু আছে।
ফাইজারের প্রথম ভ্যাকসিন নেয়ার ২১ দিন এবং মডার্নার ভ্যাকসিন নেয়ার ২৮ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হবে। বিনা মূল্যে এ ভ্যাকসিন দেয়া হচ্ছে। হেলথ ইন্সুরেন্স না থাকলেও সর্ব সাধারণ এই ভ্যাকসিন পাচ্ছেন। জানুয়ারি মাসে নিউইয়র্ক সিটিতেই ১০ লাখ মানুষকে টিকা দেবার ঘোষণা দিয়েছেন মেয়র।
- প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের
বাফেলোর দিকে ছুটছেন বাংলাদেশিরা - বাংলাদেশিদের মধ্যে বিনা ভাড়ায় থাকার প্রবণতা বাড়ছে
নিউইয়র্কে বাড়ি মালিক ও ভাড়াটিয়া বিরোধ - জ্যাকসন হাইটসে লাক্সারি এফোর্ডেবল হাউজিং
- খান’স টিউটোরিয়ালের তদন্ত কমিটি গঠিত : তাসনিম ইমাম নতুন নির্বাহী
যৌন হয়রানির অভিযোগে ইভানের পদত্যাগ - নিউইয়র্কে পুত্র-শোকে হৃদরোগে মারা গেলেন পিতা
- নিউইয়র্কে কনসাল জেনারেলের ঈদ শুভেচ্ছা বার্তা
- প্রধানমন্ত্রীর ডিপিএস খোকনের পিতার মৃত্যুতে শোক
- লং আইল্যান্ডে আদমশুমারী কর্মশালা
- নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রাইমারি ২৩ জুন
‘বাংলাদেশিদের ভোট দিন’ - সোসাইটি ও ইকে টেকনোলজির মাস্ক বিতরণ