নিউইয়র্কে ‘ট্রাম্প ডেথ ক্লক’

আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস্ স্কয়ারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ‘মৃত্যুঘড়ি’ স্থাপন করা হয়েছে। একটি বিলবোর্ডে স্থাপন করা এ ঘড়ির নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প ডেথ ক্লক’। ঘড়িটি তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাতা ইউজিন জারেকি।
টাইমস স্কয়ারের একটি ভবনের ছাদে ‘মৃত্যুঘড়ি’ ইনস্টল করা হয়েছে। তবে অবাক করা বিষয় হলোÑ সোমবার ঘড়িটিতে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা ৪৮ হাজার দেখানো হয়। যদিও এখন মোট মৃতের সংখ্যা ৯৬ হাজার ছাড়িয়ে গেছে।
চলচ্চিত্র নির্মাতা জারেকি এই সংখ্যার পিছনের ব্যাখ্যা দিয়ে বলেন, মৃত্যুঘড়ি অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে ট্রাম্পের অব্যবস্থাপনার কারণে যে মৃত্যু হয়েছে সে সংখ্যাগুলো প্রকাশ করা হবে। এই ঘড়িটি ট্রাম্প প্রশাসনের অব্যবস্থাপনার চিত্র ও মৃতের সংখ্যা তুলে ধরবে।
‘ট্রাম্প ডেথ ক্লক’ এটাও লেখা হয়েছে, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আরও এক সপ্তাহ আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ মৃত্যু ঠেকানো যেত। কিন্তু ট্রাম্প প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
টাইমস স্কয়ারে মৃত্যুঘড়ি টানানোর পাশাপাশি একই নামে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। ‘ট্রাম্প ডেথ ক্লক ডট কম’ নামে ওই ওয়েবসাইটেও এ সংক্রান্ত পরিসংখ্যান পাওয়া যাচ্ছে।
ইউজিন জারেকি নিউইয়র্কের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা। তিনি দুইবার সানড্যানস ফিল্ম ফেস্টিভ্যালে পুরষ্কার জিতেছেন।
- প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের
বাফেলোর দিকে ছুটছেন বাংলাদেশিরা - বাংলাদেশিদের মধ্যে বিনা ভাড়ায় থাকার প্রবণতা বাড়ছে
নিউইয়র্কে বাড়ি মালিক ও ভাড়াটিয়া বিরোধ - জ্যাকসন হাইটসে লাক্সারি এফোর্ডেবল হাউজিং
- নিউইয়র্কে কনসাল জেনারেলের ঈদ শুভেচ্ছা বার্তা
- খান’স টিউটোরিয়ালের তদন্ত কমিটি গঠিত : তাসনিম ইমাম নতুন নির্বাহী
যৌন হয়রানির অভিযোগে ইভানের পদত্যাগ - নিউইয়র্কে পুত্র-শোকে হৃদরোগে মারা গেলেন পিতা
- প্রধানমন্ত্রীর ডিপিএস খোকনের পিতার মৃত্যুতে শোক
- লং আইল্যান্ডে আদমশুমারী কর্মশালা
- সোসাইটি ও ইকে টেকনোলজির মাস্ক বিতরণ
- কুরআনের অলৌকিকতা
ভেন্টিলেশন থেকে ফিরেই নাস্তিক থেকে মুসলিম হলেন