নিউইয়র্কে ছিনতাই হামলার শিকার উবার-লিফট চালক
আজকাল রিপোর্ট
নিউইয়র্সহ বিভিন্ন স্টেটে আবারও দুর্বৃত্তের হামলা বেড়েছে। সম্প্রতি বিদ্বেষমূলক (হেইট ক্রাইম) হামলার শিকার হচ্ছেন এশিয়ানরা। এছাড়া চুরি, ছিনতাইসহ যাত্রাবাহী ক্যাব চালকদের মারধর এখন নিউইয়র্কে নিত্যদিনের ঘটনা। পুলিশ জানিয়েছে, গত ৬ মার্চ নিউইয়র্কের ম্যানহাটানে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবার চালক মাস্ক পরার কথা বলায় ওই যাত্রী মাস্ক না পরে উল্টো বন্দুক উঁচিয়ে সবকিছু ছিনতাই করে পালিয়ে যায়।
২৬ বছর বয়সী উবার চালক ম্যানহাটানের মিডটাউন ৩৩ স্ট্রিট ও ৭ অ্যাভিনিউ থেকে একজন নারী ও পুরুষ যাত্রী গাড়িতে নেন। এরপর ওই যাত্রীকে উবার মাস্ক পরতে অনুরোধ করেন। এক পর্যায়ে যাত্রী ও চালকের মধ্যে মাস্ক পরা নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। পুরুষ যাত্রী মাস্ক পরতে অপারগতা জানালে উবার চালক মাঝপথে গাড়ি থেকে যাত্রীদের চলে যেতে বলেন। এরপর ওই পুরুষ যাত্রী বন্দুক উঁচিয়ে চালকের বুকব্যাগ, মানিব্যাগ ক্রেডিট কার্ড ছিনতাই করে পালিয়ে যায়।
এদিকে গত মঙ্গলবার নগরীর কুইন্সে আরেক রাইড শেয়ারিং কোম্পানি লিফটের এশিয়ান চালক আশীষ সপ্তককে মারধর করেছে দুই যাত্রী। চালক যাত্রী নিয়ে যখন গন্তব্যের দিকে যাচ্ছিলেন মাঝপথে লিফটের ওই দুই যাত্রী পেছনের সিটে নিজেরা একে অন্যকে মারধর করছিল। চালক দুই যাত্রীকে মারধর বন্ধ করতে বললে উল্টো আশীষকে মারধর শুরু করেন এক যাত্রী। একপর্যায়ে নিজেকে বাঁচাতে চালক ভ্যান উইক এক্সপ্রেসওয়ে থেকে বের হয় হিলসাইড অ্যাভিনিউর উপর (লোকাল রাস্তায়) গাড়ি চালাতে শুরু করলে মাঝপথে ওই দুই যাত্রী গাড়ি থেকে বের হয়ে দ্রুত পালিয়ে যান।
আশীষ জানান, ‘এখন কাজ করতে ভয় হচ্ছে। পরিবারের সবাই নেপাল থাকে। আমার ছেলে ও স্ত্রীসহ পুরো পরিবার আমার উপর নির্ভর। তারা কীভাবে খাবার পাবে? আমি জানি না।’ আশীষ আরও বলেন, ‘কীভাবে আমি গাড়ির পেমেন্ট, ইন্সুরেন্স, বাসা ভাড়া, অন্যান্য বিল পরিশোধ করব জানি না।’
নিউইয়র্ক পুলিশ বলছে, তারা এই ঘটনাটি তদন্ত করছে তবে এখন পর্যন্ত কোনও গ্রেফতার হয়নি।
এদিকে এক বিবৃতিতে লিফট জানিয়েছে, আক্রমণকারী আর রাইড নিতে পারবেন না।
- প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের
বাফেলোর দিকে ছুটছেন বাংলাদেশিরা - বাংলাদেশিদের মধ্যে বিনা ভাড়ায় থাকার প্রবণতা বাড়ছে
নিউইয়র্কে বাড়ি মালিক ও ভাড়াটিয়া বিরোধ - জ্যাকসন হাইটসে লাক্সারি এফোর্ডেবল হাউজিং
- নিউইয়র্কে পুত্র-শোকে হৃদরোগে মারা গেলেন পিতা
- খান’স টিউটোরিয়ালের তদন্ত কমিটি গঠিত : তাসনিম ইমাম নতুন নির্বাহী
যৌন হয়রানির অভিযোগে ইভানের পদত্যাগ - নিউইয়র্কে কনসাল জেনারেলের ঈদ শুভেচ্ছা বার্তা
- নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রাইমারি ২৩ জুন
‘বাংলাদেশিদের ভোট দিন’ - প্রধানমন্ত্রীর ডিপিএস খোকনের পিতার মৃত্যুতে শোক
- লং আইল্যান্ডে আদমশুমারী কর্মশালা
- সোসাইটি ও ইকে টেকনোলজির মাস্ক বিতরণ