বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩   চৈত্র ৮ ১৪২৯   ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
২৭

নারমিন রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  


আজকাল রিপোর্ট
নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটি পরিচিত মুখ,সামাজিক- সাংস্কৃতিক সংগঠক ডা. নার্গিস রহমানের কন্যা, নৃত্যশিল্পী  নারমিন রহমানের নামাজে জানাজা গত বুধবার ১৫ মার্চ সন্ধ্যায় জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মোমোরিয়াল মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
 


 
জানাজার আগে সংক্ষিপ্ত বত্তব্য রাখেন নারমিনের  ভাই শাহরিয়ার রহমান সজিব। এসময় তিনি ছোট বোনের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার বোনের জন্য সবার দোয়া প্রর্থনা করেন। এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ঠ সংগঠক নাসির আলী খান পল ও জ্যামাইকা মুসলিম সেন্টার পরিচালনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান। নারমিন রহমানের নামাজে জানাজায় ইমামতি করেন জেএমসি’র খতিব ও পেশ ইমাম মাওলানা আবু জাফর বেগ।
মরহুমার পরিবারের সদস্য ও আতœীয়-স্বজন ছাড়াও কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ জানাজা এবং দাফনে অংশ নেন এবং মরহুমার বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন। তার আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, গত ৯ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় নারমিনের মৃত্যু হয় । জানা গেছে, তিন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিলো ৩৩ বছর। জ্যামাইকার ১৬৯ ষ্ট্রীটে একটি বাড়ীর তিন তলায় বসবাসকারী নারমিনরা তিন ভাই-বোন। তার এক ভাই ক্যালিফোর্নিয়া বসবাস করেন। অপর ভাই আর মায়ের সাথে নারমিন নিউইয়র্কে বসবাস করতেন। মৃত্যুর সময় তার মা ও বাবা বাংলাদেশে অবস্থান করছিলেন। নারমিন রহমানের মৃত্যু খবর পেয়ে মা ডা. নার্গিস রহমান মঙ্গবার বিকেলে বাংলাদেশ থেকে নিউইয়র্ক এসে পৌঁছান।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর