দ্রব্যমূল্য বেড়েই চলেছে
চাঁদ দেখা সাপেক্ষে ২ এপ্রিল রোজা

আজকাল রিপোর্ট
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। পবিত্র এই মাসটি পালনের জন্য নিউইয়র্কের মুসলিম জনগোষ্ঠী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
ইতোমধ্যে মাহে রমজান উপলক্ষে দোকান-পাটগুলো প্রয়োজনীয় সামগ্রী আমদানী করতে শুরু করেছে। একই সঙ্গে ইফতার ও সেহরীর জন্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে হোটেল-রেষ্টুরেন্টগুলো নানা সাজে সাজতে শুরু করেছে।
প্রতিবছরই রমজান মাস আসার আগে রমজান মাসের প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বেশ কিছুদিন আগ থেকেই এই মূল্যবৃদ্ধির কবলে পড়েছে নিউইয়র্কবাসী।
রমজান মাসে সাধারণত যেসব পণ্যের দাম বাড়ে সেগুলোর মধ্যে রয়েছে ভোজ্যতেল, খেজুর, চিনি, পেঁয়াজ, সেমাই, ছোলাবুট, বিভিন্ন ধরনের ডাল ও মসলা। চাহিদার তুলনায় সরবরাহ ঠিক থাকলেও, নিউইর্য়কে এসব পণ্যের দাম ইতোমধ্যেই বেড়ে গিয়েছে। এতে করে রোজাদার বিশেষ করে নিম্নবিত্ত ও স্বল্প আায়ের মানুষদের নিদারুণ ভোগান্তি পোহাতে হবে বলে মনে করা হচ্ছে।
এই পবিত্র রমজান মাসেও একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও দ্র্যসামগ্রীর কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে বলে ক্রেতা সাধারণ অভিযোগ করেছেন। তারা বলেছেন, এই সব অসাধু ব্যবসায়ীরা কোভিডের সংকটময় সময়েও বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে মুনাফা অর্জন করেছে। যা ছিল সম্পূর্ণ অনৈতিক কাজ। নিউইয়র্কের কিছু চতুর বাঙালী ব্যবসায়ী রমজান মাসেই টাকার পাহাড় গড়ার মওকা খোঁজে।
এরই মধ্যে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ওজনপার্ক, চার্চম্যাকডোনাল্ড, ব্রঙ্কসের বাজারগুলোতে রমজানে দ্রব্যমূল্যেও ঝাঁঝ টের পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে বাজারে সবজি, গরুর মাংস, ব্রয়লার মুরগি, সয়াবিন তেল ও পেঁয়াজের দামও বেড়েছে।
বৃহস্পতিবার এক জরিপে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১৭টি পণ্যের। যার মধ্যে রয়েছে মুরগি, গরুর মাংস, সেমাই, সয়াবিন তেল, পাম তেল, পেঁয়াজ, চিনি, ডিম, জিরা, আটা, ময়দা ইত্যাদি।
Space For Advertisement
- মঞ্চ প্রস্তুত, আত্মসমর্পণের প্রতীক্ষায় ইয়াবা কারবারিরা
- শেষ রাতে দু’রাকাত নামাজ জীবন পরিবর্তন করে দিতে পারে
- ইমিগ্রেশনের বাজেট ঘাটতি ১.২ বিলিয়ন
গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিট ছাপানো স্থগিত - হজে নিষেধাজ্ঞা না মানলে ১০ হাজার রিয়াল জরিমানা করবে সৌদি
- হজের টাকা ফেরত পেতে ১২ জুলাইয়ের পর আবেদন
- ঈদে মিলাদুন্নবী পালন
আহলুল বাইত মসজিদের ১২ দিনের কর্মসূচি সম্পন্ন - দরুদ শরিফ পড়ব কখন? কীভাবে?
- করোনায় আক্রান্ত হননি কোনও হাজী
- সূরা ফাতেহা সর্ব রোগের দাওয়াই
- তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম