চট্টগ্রাম সমিতির সদস্য সংগ্রহ ৪ এপ্রিল পর্যন্ত
আজকাল রিপোর্ট
চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইন্ক এর সদস্য সবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির সময় আবারো বর্ধিত করা হয়েছে। এ কর্মসূচীর সময় সীমা ১৪ মার্চের পরিবর্তে আগামী ৪ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। চট্টগ্রাম সমিতির প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান মাহমুদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সদস্য সবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর সময় বর্ধিত করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৩ই ও ১৪ই ফেব্রুয়ারী শনিবার ও রবিবার সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানের পর বিভিন্ন স্তরের সদস্যদের অনুরোধ ক্রমে ও বর্তমান মহমারী রোগ কোভিড-১৯, প্রাকৃতিক দূযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইন্ক এর সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর সময় বর্ধিত করণে সিদ্ধান্ত গৃহীত হয়।
১৪ই মার্চ ২০২১ রোজ রবিবার সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর শেষ তারিখের পরিবর্তে আগামী ৪ঠা এপ্রিল ২০২১ রোজ রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বধির্ত হলো। উল্লেখিত সময়ের মধ্যে চট্টগ্রামবাসীকে সদস্য নবায়ন, নতুন সদস্য অন্তর্ভূক্তির জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
- আত্তাহিয়্যাতু পড়ার সময় আঙুল দিয়ে ইশারা করতে হয় কেন?
- করোনাকালে কর্মকাণ্ড প্রশংসিত
মানবতার সেবায় কমিউনিটি নেতৃবৃন্দ - ব্রঙ্কসে বৃহত্তর পরিসরে খলিল বিরিয়ানি
- হাদিসে বর্ণিত সূরা ফাতিহার ফজিলত
- প্যাপিরাসে লেখা হাজার বছরের পুরনো কুরআন
- ব্রেন টিউমারে আক্রান্ত সহকর্মীর পাশে বাংলাদেশি পুলিশ কর্মকর্তারা
- ডেমোক্র্যাট হয়েও ভোট দিয়েছি ট্রাম্পকে নাসরীন আহমেদ
- সাপ্তাহিক আজকাল সংখা ৬৩৪
- ড. প্রদীপের বক্তব্যের জবাবে ড. সিদ্দিক
সভাপতি না হতে পেরে ক্ষোভ, অপপ্রচার - ৩৫ বছর পর গ্রিনকার্ড পেয়েও দেখতে পেলেন না দরবার হোসেন