করোনা কেড়ে নিল আরও প্রবাসীর প্রাণ

আজকাল রিপোর্ট
প্রবীন কৃষিবিদ ওয়াহিদুর রহমান চৌধুরী (৭০) ৯ জানুয়ারি সকালে কুইন্স হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এপ্রিলে করোনার প্রথম পর্যায়ে তার অনুজ নিউইয়র্ক পুলিশের ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের সেকশন কমান্ডার মজিবুর রহমান চৌধুরী করোনায় মৃত্যুবরন করেন।
কৃষিবিদ ওয়াহিদুর রহমান কুইন্সের জামাইকার হলিসে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , দুই কন্যা, এক পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে রেখে গেছেন। তার এক ভাই ডা. সাইদুর রহমান চৌধুরী কমিউনিটিতে পরিচিত মুখ ও প্রখ্যাত চিকিৎসক। তিনি আজকালকে বলেন, লং আইল্যান্ডের ফারমিংডেলস্থ পাইনলন মেমোরিয়াল পার্ক সেমিটারিতে তাকে সোমবার দাফন করা হয়েছে। ওহিদুর রহমান ১৯৭৩ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (সাবেক কৃষি কলেজ) থেকে কৃষিতে অনার্স ডিগ্রী অর্জন করেন। ছাত্রজীবনে তিনি প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কৃষিবিদ ইনস্টিউশন অব বাংলাদেশের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ছিলেন।
মরহুম ওয়াহিদুর রহমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যলিয়ের সাবেক শিক্ষক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার কার্যকরী সভাপতি এম এ রশীদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।
জামাইকায় বসবাসকারী সাব্বির আহমেদ চৌধুরী ৮ জানুয়ারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি বিশ্বনাথ দশঘর ইউনিয়ন চানভরাং গ্রামে। মরহুম সাব্বির আহমদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএর সভাপতি মনির আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মনাফ।
- আত্তাহিয়্যাতু পড়ার সময় আঙুল দিয়ে ইশারা করতে হয় কেন?
- করোনাকালে কর্মকাণ্ড প্রশংসিত
মানবতার সেবায় কমিউনিটি নেতৃবৃন্দ - ব্রঙ্কসে বৃহত্তর পরিসরে খলিল বিরিয়ানি
- প্যাপিরাসে লেখা হাজার বছরের পুরনো কুরআন
- হাদিসে বর্ণিত সূরা ফাতিহার ফজিলত
- ব্রেন টিউমারে আক্রান্ত সহকর্মীর পাশে বাংলাদেশি পুলিশ কর্মকর্তারা
- ডেমোক্র্যাট হয়েও ভোট দিয়েছি ট্রাম্পকে নাসরীন আহমেদ
- সাপ্তাহিক আজকাল সংখা ৬৩৪
- ড. প্রদীপের বক্তব্যের জবাবে ড. সিদ্দিক
সভাপতি না হতে পেরে ক্ষোভ, অপপ্রচার - ৩৫ বছর পর গ্রিনকার্ড পেয়েও দেখতে পেলেন না দরবার হোসেন