করোনায় নিহত প্রত্যেক বাংলাদেশি পরিবার পাবে ৭ হাজার ডলার

আজকাল রিপোর্ট
মহামারি করোনায় নিহত বাংলাদেশি প্রত্যেক পরিবার সর্বোচ্চ ৭ হাজার ডলার পাবে। নিউইয়র্কে ৪ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সিনেটর চাক শ্যুমার ও কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজের ঘোষিত ২৬০ মিলিয়ন ডলারের ‘ফিউনারেল ফান্ড’ থেকে এ অর্থ পাওয়া যাবে।
নিউইয়র্ক স্টেটে করোনায় মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ৬ শ’ ৮৩ জন। নিহতদের পরিবারের সদস্যরা এ ফান্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারিদের নি¤œ আয়ের ক্যাটাগরিতে পরতে হবে। এ অর্থ দেয়া হবে মৃতদের ফিউনারেল খরচ, ট্রান্সপোর্টেশন কস্ট, কবরস্থানের মূল্য, সৎকার খরচ, জানাজা ও অন্যান্য বিলের বিপরীতে। গত রোববার নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর ও সিনেট লিডার চাক শ্যুমার এবং কুইন্স থেকে নির্বাচিত কংগ্রেসওমেন আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ এক যৌথ ঘোষণায় এ তথ্য প্রকাশ করেছেন। এ খাতে নিউইয়র্কের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬০ মিলিয়ন ডলার। তারা বলেন, করোনাকালে নিউইয়র্কের অনেকেই প্রিয়জনদের হারিয়েছেন। মৃতদের সৎকার ও ফিউনারেল খরচ যোগাতে হিমশিম খেয়েছেন। লোনে র্জজরিত হয়েছেন। এখনও অর্থনৈতিকভাবে অসহায়। তারা এ অর্থ পাবেন।
‘ফিমার ডিজাস্টার ফিউনারেল সহায়তা কর্মসূচির’ ফান্ড থেকে এ অর্থ দেয়া হচ্ছে। ফিমার অনলাইন পোর্টালে অর্থের জন্য আবেদন করতে হবে। তারা একটি কল সেন্টারও খুলছে। আবেদনকারিরা সেখানে কল করে পরামর্শ নিতে পারবেন। চাক শ্যুমার বলেছেন, নিহতদের পরিবার এ আবেদন করতে সিটি, স্টেট ও ফিউনারেল পরিচালকের সাথে যোগাযোগ রাখবেন। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাদের সহায়তার প্রয়োজন হবে। আবেদনের সাথে অবশ্যই করোনায় মৃত সংক্রান্ত ডেথ সার্টিফিকেট দাখিল করতে হবে। যারা ২০ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সময়ের মধ্যে করোনায় মারা গেছেন তাদের পরিবার এ অর্থ পাবেন। ২০২১ সালেও যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদেরও আগামীতে বিবেচনায় আনা হবে। ওকাসিও কর্টেজ বলেছেন, কাগজপত্রহীন (আনডকুমেন্টেড) ইমিগ্র্যান্ট পরিবারও এ অর্থ পাবেন এবং নির্দ্বিধায় আবেদন করতে পারবেন।
- প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের
বাফেলোর দিকে ছুটছেন বাংলাদেশিরা - বাংলাদেশিদের মধ্যে বিনা ভাড়ায় থাকার প্রবণতা বাড়ছে
নিউইয়র্কে বাড়ি মালিক ও ভাড়াটিয়া বিরোধ - জ্যাকসন হাইটসে লাক্সারি এফোর্ডেবল হাউজিং
- খান’স টিউটোরিয়ালের তদন্ত কমিটি গঠিত : তাসনিম ইমাম নতুন নির্বাহী
যৌন হয়রানির অভিযোগে ইভানের পদত্যাগ - নিউইয়র্কে পুত্র-শোকে হৃদরোগে মারা গেলেন পিতা
- নিউইয়র্কে কনসাল জেনারেলের ঈদ শুভেচ্ছা বার্তা
- প্রধানমন্ত্রীর ডিপিএস খোকনের পিতার মৃত্যুতে শোক
- লং আইল্যান্ডে আদমশুমারী কর্মশালা
- নিউইয়র্কে ডেমোক্র্যাট প্রাইমারি ২৩ জুন
‘বাংলাদেশিদের ভোট দিন’ - সোসাইটি ও ইকে টেকনোলজির মাস্ক বিতরণ