বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩   চৈত্র ৮ ১৪২৯   ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
২৫৩

ওয়াসার অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণেই তার বিরুদ্ধে অপপ্রচ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

আইবিটিভি’র সাথে সাক্ষাৎকারে তাকসিম খান

আজকাল ডেস্ক
আমেরিকায় ১৪টি বাড়ি কেনার খবর প্রকাশের জন্য সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। বিভিন্ন অবিযোগে তুমুল বিতর্কিত তাকসিম এ খান তার সম্পর্কে উত্থাপিত সমস্ত অভিযোগ নিয়ে মুখোমুখি হয়েছেন আইবিটিভিইউএসএ’র। তার সব কথা জানতে আইবিটিভি ইউএসএ সরাসরি সাক্ষাৎকার নিয়েছে তার।
সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছে আমেরিকায় বাড়ি কেনার খবর, যাকে তিনি অসত্য ও বানোয়াট বলে অভিহিত করেছেন, সেটি প্রচারকারী পত্রিকার বিরুদ্ধে তিনি আইনী ব্যবস্থা নেননি কেন? ঢাকা ওয়াসার এমডি পদে তার দীর্ঘ ১৩ বছর অধিষ্ঠিত থাকা এবং এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এ সব প্রশ্নের জবাব দিয়েছেন তাকসিম খান। কথা বলেছেন নানা প্রসঙ্গে। তাকে নিয়ে বিতর্ক বিষয়ে বলেছেন, তিনি ওয়াসার অনেক অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। এটা যারা মেনে নিতে পারেনি তারাই তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমেরিকায় ১৪টি বাড়ি কেনার খবরকে বানোয়াট বলে অভিহিত করলেও এ খবর যারা প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা কেন নেননি এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে তিনি পর্যায়ক্রমে এগোতে চান। প্রথমে প্রেস কাউন্সিলে মামলা করেছেন। সেখান থেকে রায় পেলে ফৌজদারি আদালতে যাবেন।
তাকসিম খানের ৪০ মিনিটের এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আইবিটিভি ইউএসএ’র ম্যানেজিং ডিরেকটর ও সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ। আমেরিকায় সপরিবারে বসবাস করেও হঠাৎ কিভাবে ঢাকা ওয়াসার এমডি হয়ে গেলেন তার পেছনের গল্পটিও শুনিয়েছেন তাকসিম খান। ওয়াসার পানি এখন ঢাকাবাসীর পানের কতটা যোগ্য তা নিয়েও প্রশ্নের জবাবে তাকসিম খান ওয়াসার ভেতরের চিত্র তুলে ধরেন।
দুই-একদিনের মধ্যেই সাক্ষাৎকারটি প্রচার করা হবে বলে আইবিটিভি ইউএসএ থেকে জানান হয়েছে।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর