ছিনতাইকারী দুই কিশোরী
এবার গাড়ি বাঁচাতে গিয়ে উবার চালকের মৃত্যু

আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রে একের পর এক ট্যাক্সি চালকদের উপর হামলার ঘটনা ঘটছে। এবার নিজের গাড়ি বাচাতে গিয়ে এক উবার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক ওই ভিডিওটি দেখলে যে কারো অন্তরাত্মা কেঁপে উঠবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে উবার ইটস চালক (খাবার ডেলিভারি) নিজের গাড়ি ছিনতাইকারীদের কাছ থেকে বাঁচাতে এমন মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে ওই ঘটনার এক মিনিট ২৭ সেকেন্ডের ভিডিও।
গত মঙ্গলবার তিন সন্তানের বাবা মোহাম্মদ আনোয়ার (৬৬) দুই কিশোরীর কাছ থেকে নিজের হোন্ডা মডেলের গাড়িটি বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। সাইড পার্কিংয়ে রাখা গাড়িটি দুই কিশোরী বন্দুক উঁচিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গাড়ির মালিক মোহাম্মদ আনোয়ার আমার গাড়ি বলে দাবি করলে ওই দুই কিশোরী বন্দুক দিয়ে হুমকি দিতে থাকে।
ভিডিওতে দেখা যায়, আনোয়ার বামপাশের চালকের আসনে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজের গাড়ি বলে দাবি করতে থাকলে সামনের আসনে যাত্রী সিটে বসা এক কিশোরী ছিনতাইকারী গাড়ির ইঞ্জিন চালু করে ড্রাইভে দিলেই গাড়িটি কয়েক’শ ফুট যাওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে ঝুলে থাকা আনোয়ার নিজের গাড়িটি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা আর হয়নি। ঘটনস্থলেই আনোয়ার মারা যান এবং তার নিথর দেহ রাস্তার পাশে পড়ে থাকে। ওই সময় ঘটনাস্থলে ন্যাশনাল গার্ডের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন এবং দুই কিশোরী গাড়ি থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে তাদের স্থানীয় পুলিশ আসার আগ পর্যন্ত আটক করে রাখেন।
তবে ঘটনাটি এখনো অপরিষ্কার কেন ওই দুই কিশোরী আনোয়ারকে টার্গেট করেছিল। কেন আনোয়ার ডিসির নেভি ইয়ার্ড মেট্রো স্টেশনে বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে গাড়িতে তুলেছিলেন।
এদিকে আটক ওই দুই কিশোরীদের বিরুদ্ধে গত বুধবার আদালতে হত্যা এবং ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। তাদেরকে ৩১শে মার্চ আদালতের তোলা হয়।
উল্লেখ্য, পাকিস্তানি মোহাম্মদ আনোয়ার ২০১৪ সালে আমেরিকায় পাড়ি জমান। উন্নত জীবনের আশায় ও জীবিকার তাগিদে আনোয়ার খাবার ডেলিভারির কাজে করতেন। তার পরিবারে তিন সন্তান, স্ত্রী ও চার নাতি-নাতিন রয়েছেন। তাদের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার।
- আনএমপ্লয়মেন্ট প্রতারণা
ফেঁসে যাচ্ছেন বাংলাদেশিরা - পেন্স-কমলা মুখোমুখি হচ্ছেন
- ১৭ বছর পর মৃত্যুদন্ড কার্যকর
- নিউ জার্সির হাডসন নদী থেকে বাংলাদেশি তরুণ-তরুণীর লাশ উদ্ধার
- দেশে টাকা পাঠালে নাগরিকত্ব নয়!
- জনগণ চায় দেশ খুলে দেওয়া হোক: ডোনাল্ড ট্রাম্প
- চোখে এলার্জি সমস্যা ও প্রতিকার
- পরীমনির বাগদান শেষ, এখন বিয়ের অপেক্ষা
- ২ ট্রিলিয়ন ডলারের নতুন প্যাকেজ
কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে বাইডেনের প্রস্তাব - পিরিয়ড সমস্যা থেকে নানা জটিল রোগ হতে পারে