সোমবার   ২৯ মে ২০২৩   জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০   ০৯ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১১০

আলোচনায় রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার ও স্যাংশন

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

 

বাংলাদেশে ছয়টি বিদেশি দূতাবাসের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার। যেসব দেশ স্যাংশন দিয়েছে তাদের সঙ্গে লেনদেন বন্ধ। আর প্রধানমন্ত্রীকে হয়তো যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এইসব বিষয় নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। এগুলোর একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে কী না তা নিয়েও কথা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিয়ে দুইবার নিষেধাজ্ঞা দেওয়া দেশ নিয়ে কথা বললেন। প্রথম তিনি বলেছেন, যারা আমাদের স্যাংশন দিয়েছে তাদের কাছ থেকে আমরা কিছু কিনব না।

এরপর গতকার সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের সঙ্গে আমরা লেনদেন করব না। মঙ্গলবারই আবার যুক্তরাষ্ট্রসহ ছয়টি দূতাবাস ও রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়। আর মঙ্গলবার রাতে বিবিসিতে প্রচার হওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো আমাকে ক্ষমতায় দেখতে চায় না বলে র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও সৌদি আরব-এই ছয়টি দূতাবাস ও রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। দেশগুলোর রাষ্ট্রদূতদের পুলিশ এসকর্টও প্রত্যাহার করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রতিটি দূতাবাসেই পুলিশ বাহিনীর সদস্যদের নিরাপত্তা অব্যাহত আছে এবং রাষ্ট্রদূতদের জন্য পুলিশের গানম্যান আছেন। বিশেষ পরিস্থিতিতে তাদের যে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, হলি আর্টিজান হামলার পর কয়েকজন বিদেশি কূটনীতিককে গাড়িসহ মূলত নিয়মিত ট্রাফিক মুভমেন্টের সহায়তার জন্য বাড়তি কিছু লোকবল দেওয়া হয়েছিল। তাই তা প্রত্যাহার করা হয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে।

তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কূটনীতিকরা সেই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা পান না। সেটাও আমাদের দেখতে হবে। তারা নিজেরাই নিরাপত্তা নিশ্চিত করেন। আর আজকাল বাড়তি নিরাপত্তা নিতে অনেক দূতাবাসই ওই ছয়টির দেখাদেখি আবেদন করছে। সেটা সম্ভব নয়। তবে যেকোনো দূতাবাস চাইলে অর্থ দিয়ে আনসার নিতে পারে। এজন্য আনসারের একটি বিশেষ ইউনিটও করা হচ্ছে।’

তিনি দাবি করেন, ‘এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। অন্য কোনো বিষয়ের সঙ্গে এর কোনো যোগ নাই।’

তবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘একটি দেশের রাষ্ট্রদূতেরা যে দেশে কর্মরত সেই দেশে কতটা নিরাপত্তা পাবেন তা সেই দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে। সেই দেশে নিরাপত্তার পরিবেশ তৈরি করা সেই স্বাগতিক দেশের ওপরই নির্ভর করে। দূতাবাস ও দূতরা কীভাবে নিরাপদ থাকবেন তা স্বাগতিক দেশকেই তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘আমি পশ্চিমের যেসব দেশে কূটনীতিকের দায়িত্ব পালন করেছি সেখানে নিরাপত্তার সংকট ছিল না। তাই তারা নিরাপত্তা দেয়নি। আমরাই চাইনি। যেখানে দরকার সেখানে দেয়।’

তবে এর সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো যোগ আছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ধারণা এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই। তবে কেউ যোগসূত্র খুঁজতে পারেন।’

সিরডাপের পরিচালক অর্থনীতিবিদ মো. হেলাল উদ্দিন মনে করেন, ‘যারা স্যাংশন দিয়েছে তাদের সঙ্গে লেনদেন না করার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক। কারণ আমাদের স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে লেনদেন না করে থাকা সম্ভব নয়। একক দেশ হিসেবে আমরা তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করছি যুক্তরাষ্ট্রে। ডলার সংকটে আমরা আইএমফ এবং বিশ্বব্যাংক থেকে যে সফট লোন নিচ্ছি তার জন্যও তো যুক্তরাষ্ট্রকে প্রয়োজন। কারণ বিশ্বব্যাংক, আইএমএফ-এর পেছনের কলকাঠি তো যুক্তরাষ্ট্রেরই হাতে।’

তার কথা, ‘এটা তো মুখে বললে হবে না। সরকারের তো আদেশ জারি করতে হবে লেনদেন না করার। বেসরকারি খাত কী সরকারের মুখের কথা শুনবে? আরা সেটা শোনা কি সম্ভব?’

তিনি মনে করেন, ‘প্রধানমন্ত্রী এইসব কথা বলে কিছুটা বার্গেইন করতে চান। প্রধানমন্ত্রী জাপান সফর করলেন। জাপান কী যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে কিছু করবে? আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সব সম্পর্ক আছে কেনাকাটার সম্পর্ক থাকবে না এটা একটা অসম্ভব চিন্তা।’

তবে এর মধ্য দিয়ে নির্বাচনের আগে শেখ হাসিনা নেতা-কর্মীদের মনোবল শক্ত করতে চান বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক ড. শান্তনু মজুমদার। একইসঙ্গে আন্দোলনকারী বিরোধী দলগুলোকেও তার শক্ত অবস্থান বোঝাতে চান। বিদেশি কেনো চাপ যে তিনি উপেক্ষা করতে পারেন সেই মেসেজ দিতে চান।

তার কথা, ‘যে কয়েকটি ঘটনা ঘটলো তার একটির সাথে আরেকটির কতটুকু যোগসূত্র আছে আমি জানি না। তবে নিশ্চয়ই রাজনীতি আছে।’

যুক্তরাষ্ট্র তাকে হয়তো ক্ষমতায় দেখতে চায় না তাই স্যাংশন দিয়েছে এই বক্তব্য নেতা-কর্মীদের কীভাবে সাহস দেবে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি হয়তো বুঝাতে চাইছেন তার সাহসী অবস্থানের কথা। তিনি তাই তার ধারণাও প্রকাশ করে দিচ্ছেন। তিনি সবকিছুই প্রকাশ করে দেওয়ার মতো সাহস দেখাতে চান।’

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা সংস্করণের হয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন হারুন উর রশীদ স্বপন। এই প্রতিবেদনের সব ধরনের দায়ভার ডয়চে ভেলের।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর