আমি ছিলাম এক অবাঞ্ছিত শিশুকন্যা : কঙ্গনা

বিতর্ক আর কঙ্গনা রানাউত যেন হাত ধরাধরি করে চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা তার বহু পোস্টেই বিতর্ক ছড়িয়েছে। তা সত্ত্বেও নিয়মিতই পোস্ট করেন বলিউডের আলোচিত এই অভিনেত্রী।
এবার টুইটারে করা এক পোস্টে কঙ্গনা দাবি করলেন, তিনি ছিলেন একজন অবাঞ্ছিত শিশুকন্যা! কিন্তু তা সত্ত্বেও তিনি তার কাজের মধ্যে নিজের প্রয়োজনীয়তাকে প্রমাণ করতে পেরেছেন।
রোববার (২৮ মার্চ) সকালে টুইটারে তিনি লেখেন, ‘আমি ছিলাম একজন অবাঞ্ছিত শিশুকন্যা। আজ আমি সেরা ফিল্ম নির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমার কাজ ভালোবাসি। যখন দুনিয়া আমার দিকে তাকিয়ে বলে “এটা একমাত্র তুমিই করতে পারো”, আমি বুঝতে পারি আমি অবাঞ্ছিত হতে পারি, কিন্তু আমাকে দরকার ছিল। খুবই দরকার ছিল।’
এভাবেই কার্যত নিজের জীবনের এক গোপন ও চূড়ান্ত ব্যক্তিগত সত্যকে সবার সামনে তুলে ধরলেন কঙ্গনা। বরাবরই স্পষ্টবক্তা তিনি। তার সমালোচকরাও মানতে বাধ্য হন, যেকোনো বিষয়ে প্রতিক্রিয়ার পরোয়া না করেই মতামত দিয়ে ফেলেন তিনি। রোববার ফের নেটিজেনদের চমকে দিল তার টুইট।
- আমি সানি লিওন যা চেয়েছি, সবই করেছি
- মুক্তির আগেই ‘ফ্রোজেন টু’র রেকর্ড
- করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সঞ্জয় দত্ত
- সাবস্ক্রাইবার বৃদ্ধিতে দেশের কনিষ্ঠতম ইউটিউবার অতনুর রেকর্ড
- অনলাইন প্ল্যাটফরমগুলোতে অশ্লীলতার ছড়াছড়ি
- ধর্মীয় কারণে শোবিজকে বিদায় অ্যানি খানের
- করোনামুক্ত হলেন ঐশ্বরিয়া ও তার মেয়ে
- পাঞ্জাবি গানে ঝড় তুললেন সানি লিওন
- অমিতাভের পর অভিষেকও করোনা আক্রান্ত
- মদ্যপ অবস্থায় রণবীরকে চড় মেরেছিলেন সালমান খান