আইন-সভায় নিয়োগ পেলেন ইমাম ইয়াসির

আজকাল রিপোার্ট
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন সভায় প্রথমবারের মতো নিয়োগ পেয়েছেন একজন ইমাম। এ নিয়োগে প্রথম ইতিহাস গড়ে মার্কিন রাজ্যসভার সেই সম্মানজনক পদে আসীন হয়ে অনন্য নজির গড়লেন মোহাম্মদ ইয়াসির খান। ক্যালিফোর্নিয়া রাজ্যসভার স্পিকার অ্যান্থনি রেন্ডন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ৭ ডিসেম্বর রাজ্যসভার প্রথম ইমাম হিসেবে ইয়াসির খানকে নিয়োগ দেওয়া হয়েছে।
অ্যান্থনি রেন্ডন বলেন, ইমাম ইয়াসির খান ক্যালিফোর্নিয়ার ক্রমবর্ধমান বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করছেন। আমি আমার জেলায় মুসলিম সম্প্রদায়ের বৃদ্ধি দেখেছি এবং ধর্মীয় ও নাগরিক উভয় নেতাদের ঘনিষ্ঠ হয়েছি। তাদের মতো ইয়াসির খানও ক্যালিফোর্নিয়ার আধ্যাত্মিক এবং নাগরিক প্রাণশক্তিতে অবদান রাখার প্রবল ইচ্ছা পোষণ করেন। তিনি ইতোমধ্যে বিভিন্ন উপায়ে সেটি করেছেনও।
ইয়াসির খান গত ছয় বছর স্থানীয় কাউন্টি কারাগার, শেরিফ অফিস ও বিভিন্ন হাসপাতালে ইমাম হিসেবে কাজ করেছেন। প্রতিষ্ঠা করেছেন আল-মিসবাহ নামে একটি অলাভজনক সংস্থা।
আল-মিসবাহ স্যাক্রামেন্টো ফুড ব্যাংকের সঙ্গে যৌথভাবে ক্যালিফোর্নিয়ার রাজধানীতে খাদ্য বিতরণের কাজ করছে। সংস্থাটি স্বল্প আয়ের পরিবারগুলোকে সচ্ছল করতে গাড়ি দিয়েও সাহায্য করে থাকে।
ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথম ইমাম হিসেবে নিয়োগ প্রসঙ্গে ইয়াসির খান বলেন, আল্লাহ আমাকে এখানে এনেছেন এবং আমি এই ভূমিকায় নির্বাচিত হওয়ায় অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। আশা করি, এটি দেশের অন্য ইমাম ও ইসলামী নেতাদের পদপ্রাপ্তির একটি পদক্ষেপ হবে।
রাজ্যসভায় ইমামের কাজ মূলত প্রতিটি অধিবেশন শুরুর আগে দোয়া পাঠ করা। তবে ইয়াসির খানের আশা, এটি মুসলিমদের অন্য সম্প্রদায়গুলোর আরও কাছাকাছি আসার সুযোগ করে দেবে।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) স্থানীয় নির্বাহী পরিচালক বাসিম এলকারা বলেন, আমেরিকান মুসলিমরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়োগ সেটারই বার্তা। ট্রাম্প প্রশাসনের অধীনে গত চার বছরে মুসলিমরা এত ঘৃণার সম্মুখীন হওয়া সত্ত্বেও আমাদের সম্প্রদায় দৃঢ় রয়েছে এবং সমাজে সব দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
- আত্তাহিয়্যাতু পড়ার সময় আঙুল দিয়ে ইশারা করতে হয় কেন?
- করোনাকালে কর্মকাণ্ড প্রশংসিত
মানবতার সেবায় কমিউনিটি নেতৃবৃন্দ - প্যাপিরাসে লেখা হাজার বছরের পুরনো কুরআন
- ব্রেন টিউমারে আক্রান্ত সহকর্মীর পাশে বাংলাদেশি পুলিশ কর্মকর্তারা
- ডেমোক্র্যাট হয়েও ভোট দিয়েছি ট্রাম্পকে নাসরীন আহমেদ
- হাদিসে বর্ণিত সূরা ফাতিহার ফজিলত
- সাপ্তাহিক আজকাল সংখা ৬৩৪
- ড. প্রদীপের বক্তব্যের জবাবে ড. সিদ্দিক
সভাপতি না হতে পেরে ক্ষোভ, অপপ্রচার - ৩৫ বছর পর গ্রিনকার্ড পেয়েও দেখতে পেলেন না দরবার হোসেন
- গির্জায় মুহাম্মদ (স.)-এর কার্টুন: এ কারণেই কি ‘অভিশপ্ত’ ইতালি?