অপহরণকারীদের হাত থেকে কৌশলে বেঁচে ফিরলেন বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানি অপহরণকারী চক্রের হাত থেকে কৌশলে বেঁচে ফিরেছেন বাংলাদেশি ব্যবসায়ী নুরুল হক সুমন (২৪)। সম্প্রতি দেশটির পুমালাঙ্গা প্রদেশের কুমাথলাঙ্গা এলাকা থেকে সুমনকে অপহরণ করে নিয়ে যায় তারা।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ইফতেখার মাহমুদ সোহান মোবাইলে জানান, একই এলাকার ব্যবসায়ী হওয়ার সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে পাকিস্তানি নাগরিক রশিদ আলী ও বিকি নামের দুই ব্যবসায়ীর সঙ্গে।
তিনি জানান, ঘটনার দিন সস্তায় মোবাইল কিনে দেয়ার লোভ দেখিয়ে ফোন করে সুমনকে তাদের কাছে ডেকে নিয়ে কৃষ্ণাঙ্গ যুবকদের দিয়ে অস্ত্রের মুখে জোর করে গাড়িতে তুলে নেই। পরে দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ বোতসোয়ানা সিমান্ত এলাকায় আটকে রাখে এ বাংলাদেশিকে।
এরপর অপহরণকারী চক্র পরবর্তীতে বাংলাদেশে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অপহৃত নুরুল হক সুমনের চাচা মুহাম্মদ তকি হাকিমের কাছে +27749305198, +27848271469, +122224444 ফোন করে দুবাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এদিকে অপহৃত নুরুল হক সুমন শুক্রবার রাতে দুই কৃষ্ণাঙ্গ পাহারাদারকে ফাঁকি দিয়ে স্থানীয় একটি পরিবারের সহযোগিতায় পুলিশ স্টেশনে অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়।
অপহৃত নুরুল ইসলাম সুমনের দক্ষিণ আফ্রিকা প্রবাসী পিতা আজিুল হক বলেন, তিনি সাত বছর আগে আর সুমনকে আনেন পাঁচ বছর পূর্বে। তাদের দেশের বাড়ি দেশের বাড়ি চট্টগ্রাম জেলার, বাঁশখালি উপজেলার পুকুরিয়া গ্রামে।
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। নুরুল হক সুমনকে খোঁজার সূত্র ধরে অভিযোগের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে।
কোয়াগাফন্টেইন থানার সিআইডি ইন্সপেক্টর ডকফ শিবুরি জানান, অভিযুক্ত দুই পাকিস্তানি নাগরিক রশিদ আলী ও বিকি গা ঢাকা দিয়েছে। তাদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
- করোনা উপসর্গে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই পাবেন বিনামূল্য চিকিৎসা
- করোনায় বাংলাদেশ থেকে কোরিয়ায় ফিরলেন ৫৬৬ ইপিএস কর্মী
- প্রবাসীদের লাশ দেশে যাবে বিনা খরচে: অর্থমন্ত্রী
- বাড়ছে আতংক! মালয়েশিয়ায় আবারো অপহরণের কবলে বাংলাদেশি!
- ইতালিতে অচ্ছুত বাংলাদেশিরা
- মালদ্বীপে বিপদে বাংলাদেশি শ্রমিকরা
- ইরাকে মর্গের পাশে রাত কাটছে বাংলাদেশিদের!
- সৌদির দুই পতিতালয় থেকে ৭ বাংলাদেশি গ্রেফতার
- নিউইয়র্ক পুলিশের উচ্চপদে আরও এক বাংলাদেশী
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন উপ-রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার