নিউইয়র্ক: গাজীপুর সোসাইটি অব ইউ এস এ ইনক এর উদ্যোগে আগামী কাল শনিবার জামাইকার ১৪৮-১৫ হিলসাইড এভিনিউতে বাংলানবর্বষ ও পিঠা পুলির মেলার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন আহাম্মদ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এডভোকেট আহাম্মেদ আযম খান, মনিরুল ইসলাম, জেবিবিএ’র সভাপতি শাহ নেওয়াজ, মোহাম্মদ সিরাজ উদ্দীন ও আসাদুজ্জামান বকসী।