নিউইয়র্ক : সব অঙ্গ সংগঠন পুণর্গঠনের উদ্যোগে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় জ্যাকসন হাইটসের জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জাপার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিছ উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি তোয়ায়েল আহমেদ চৌধুরী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, দপ্তর সম্পাদক শফিউল আলম, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, যুগ্ম দপ্তর সম্পাদক আকতার কবির, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ফাহিমা রোজী, যুগ্ম মহিলা সম্পাদিকা ফারজিন আহমেদ স্বর্ণা, জাতীয় যুব সংহতির সভাপতি আমির হামজা, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি আবিদুর রহমান, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, সাধারন সম্পাদক মিজানুর রহমান, নিউইয়র্ক সিটির ল’ এডভাইজার দেবীলি এল. মিলার প্রমুখ। কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী, সাধারণ সম্পাদক এম রহমানকে দিয়ে আগামী দুই বছরের জন্য পূনাঙ্গ কমিটি গঠন করা হয়।